Nandigram: ভয় জয় করে ভোটে, গোটা বাংলাকে 'সাহস' দিলেন নন্দীগ্রামের মহিলারা! দেখুন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
রেয়াপাড়ার বাড়ি থেকে ভোটের উপর নজর রাখলেও এখনও পথে নামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তৃণমূল ও বিজেপি-দুপক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে।
বঙ্গের ভোটের এপিসেন্টার নন্দীগ্রাম। লড়াই চলছে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। যদিও নন্দীগ্রামে এখনও পর্যন্ত শান্তিতেই ভোট হয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে, রেয়াপাড়ার বাড়ি থেকে ভোটের উপর নজর রাখলেও এখনও পথে নামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তৃণমূল ও বিজেপি-দুপক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে।
advertisement
সকাল থেকেই নন্দীগ্রামের গোকুলনগর, খোদামবাড়ি, বয়াল প্রভৃতি অঞ্চল থেকে নানা ধরনের অভিযোগ আসতে থাকে। ২৪৭,২৪৮ নং বুথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। খোদামবাড়ির ১০৫ নম্বর বুথ থেকে অভিযোগ আসে বিমল সাহু নামক তৃণমূলের এক বুথ এজেন্টকে বাড়ি থেকেই বেরোতে দেয়নি বিজেপির দুষ্কৃতীরা।
advertisement
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এসেছে ৫২-৫৩ নং বুথ থেকেও। অভিযোগ বিজেপি কর্মীরা দুর্বৃত্তায়ন চালালেও সিআরপিএফ ব্যবস্থা নিচ্ছে না। এরই মধ্যে নন্দীগ্রামের ভেকুটিয়ায় রহস্যজনক মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। বৃহস্পতিবার ভোররাতে বাড়ির বারান্দাতেই উদয় দোবে নামক মধ্যবয়স্ক এই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ দেখতে পান তার বাড়ির লোকজন। বিজেপি কর্মীদের অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।
advertisement
advertisement