Actor-MP Dev in Ghatal: জলে ভেসে যাওয়া ঘাটালে খালি পায়ে দাঁড়িয়ে দেব, সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন সুপারস্টার সাংসদ

Last Updated:
শুধু ছবিতে নানা চরিত্রে অভিনয় করেন না, বাস্তবেও তিনি সব পরিস্থিতিতে সমানভাবে মিশে যেতে পারেন দেব(Actor-MP Dev)৷
1/5
*বাংলার সুপারস্টার দেব৷ তবে শুধু ছবিতেই তিনি স্টার নন, বাস্তবেও৷ ঘাটালের সাংসদ এখন রয়েছেন ঘাটালের মানুষের পাশে৷ খালি পায়ে কাদায় দাঁড়িয়ে সাধারণের ভিড়ে মিশে গিয়েছেন দেব৷ মন দিয়ে শুনছেন মানুষের সমস্যার কথা৷
*বাংলার সুপারস্টার দেব৷ তবে শুধু ছবিতেই তিনি স্টার নন, বাস্তবেও৷ ঘাটালের সাংসদ এখন রয়েছেন ঘাটালের মানুষের পাশে৷ খালি পায়ে কাদায় দাঁড়িয়ে সাধারণের ভিড়ে মিশে গিয়েছেন দেব৷ মন দিয়ে শুনছেন মানুষের সমস্যার কথা৷
advertisement
2/5
*গত কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দি ঘাটাল৷ ব্লকের ১২টি পঞ্চায়েত ও ঘাটাল পুরসভায় ১৭টি ওয়ার্ডে জল জমছে। গত দুদিন ধরে জলের তলায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলের সঙ্কট চরমে। ঘরছাড়া বহু মানুষ৷ তাদের পাশে পৌঁছে গিয়েছেন অভিনেতা-সাংসদ দেব৷
*গত কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দি ঘাটাল৷ ব্লকের ১২টি পঞ্চায়েত ও ঘাটাল পুরসভায় ১৭টি ওয়ার্ডে জল জমছে। গত দুদিন ধরে জলের তলায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলের সঙ্কট চরমে। ঘরছাড়া বহু মানুষ৷ তাদের পাশে পৌঁছে গিয়েছেন অভিনেতা-সাংসদ দেব৷
advertisement
3/5
*কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে বেড়াতে যাওয়ার ছবি দিয়েছিলেন দেব৷ মলদ্বীপের সমুদ্র সৈকতের মনোরম সেই দৃশ্যে চোখ জুড়িয়ে ছিল দেব ভক্তদের৷ রুক্মিনীও ছিলেন সেখানে৷ যদিও একসঙ্গে কেউ ছবি দেননি৷
*কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে বেড়াতে যাওয়ার ছবি দিয়েছিলেন দেব৷ মলদ্বীপের সমুদ্র সৈকতের মনোরম সেই দৃশ্যে চোখ জুড়িয়ে ছিল দেব ভক্তদের৷ রুক্মিনীও ছিলেন সেখানে৷ যদিও একসঙ্গে কেউ ছবি দেননি৷
advertisement
4/5
*তবে মলদ্বীপ থেকে সোজা ঘাটাল, দেব বুঝিয়ে দিলেন তিনি সব জায়গাতেই সমান সচ্ছন্দ৷ ছবিতেও যেমন বিভিন্ন চরিত্রে সুপারহিট তিনি, তেমনই পর্দায় বাইরেও তিনি অলরাউন্ডার৷ দেবের কথায়, ঘাটালবাসী আমায় সংসদে পাঠিয়েছেন৷ সুখে-দুঃখে তাদের পাশে থাকা আমার কর্তব্য৷ তাই তাদের এমন দুর্দিনে, তাদের পাশে যে থাকব, সেটাই স্বাভাবিক৷
*তবে মলদ্বীপ থেকে সোজা ঘাটাল, দেব বুঝিয়ে দিলেন তিনি সব জায়গাতেই সমান সচ্ছন্দ৷ ছবিতেও যেমন বিভিন্ন চরিত্রে সুপারহিট তিনি, তেমনই পর্দায় বাইরেও তিনি অলরাউন্ডার৷ দেবের কথায়, ঘাটালবাসী আমায় সংসদে পাঠিয়েছেন৷ সুখে-দুঃখে তাদের পাশে থাকা আমার কর্তব্য৷ তাই তাদের এমন দুর্দিনে, তাদের পাশে যে থাকব, সেটাই স্বাভাবিক৷
advertisement
5/5
*দিল্লিতে ছিলেন। সংসদে ঘাটাল নিয়ে বক্তব্য রাখার কথাও ছিল। কিন্তু ঘাটালের পরিস্থিতি দেখে আর দিল্লিতে থাকতে পারিনি। চলে এসেছেন দুর্গত মানুষদের কাছে৷ সাংসদকে পাশে পেয়ে কিছুটা আশ্বস্ত হয়েছেন৷ এরই পাশাপাশি খুব স্পষ্টভাবে সাংসদ জানিয়েছেন যে, ঘাটালের মানুষকে অবহেলা করা হচ্ছে। যতক্ষণ না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে না।
*দিল্লিতে ছিলেন। সংসদে ঘাটাল নিয়ে বক্তব্য রাখার কথাও ছিল। কিন্তু ঘাটালের পরিস্থিতি দেখে আর দিল্লিতে থাকতে পারিনি। চলে এসেছেন দুর্গত মানুষদের কাছে৷ সাংসদকে পাশে পেয়ে কিছুটা আশ্বস্ত হয়েছেন৷ এরই পাশাপাশি খুব স্পষ্টভাবে সাংসদ জানিয়েছেন যে, ঘাটালের মানুষকে অবহেলা করা হচ্ছে। যতক্ষণ না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে না।
advertisement
advertisement
advertisement