Cyclone Yaas: ইয়াসের ধাক্কায় লণ্ডভণ্ড একাধিক গ্রাম, বহু মানুষ ঘরছাড়া, দেখুন ছবি

Last Updated:
ঘূর্ণিঝড়ে পূ্র্ব মেদিনীপুরের ৮০০-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত ৷ ভেঙে পড়েছে অসংখ্য বাসস্থান ৷
1/5
 ‘ইয়াস’-এর ধাক্কায় দিঘা এখন ধ্বংসস্তূপ। দোকানপাট, সৈকত বরাবর সৌন্দর্যায়নে যে বাহারি বাতিস্তম্ভ লাগানো হয়েছিল, সেগুলো সবই প্রায় উপড়ে পড়েছে ৷
‘ইয়াস’-এর ধাক্কায় দিঘা এখন ধ্বংসস্তূপ। দোকানপাট, সৈকত বরাবর সৌন্দর্যায়নে যে বাহারি বাতিস্তম্ভ লাগানো হয়েছিল, সেগুলো সবই প্রায় উপড়ে পড়েছে ৷
advertisement
2/5
 সৈকত বরাবর অধিকাংশ জায়গায় যত দূর চোখ যায় রাশি রাশি কালো পাথর পড়ে রয়েছে। শুধু ওল্ড দিঘাই নয়, নিউ দিঘারও প্রায় এমনই অবস্থা ৷
সৈকত বরাবর অধিকাংশ জায়গায় যত দূর চোখ যায় রাশি রাশি কালো পাথর পড়ে রয়েছে। শুধু ওল্ড দিঘাই নয়, নিউ দিঘারও প্রায় এমনই অবস্থা ৷
advertisement
3/5
মন্দারমণি, তাজপুর সব জায়গারই এখন এমনই হাল ৷ এই ছবি মন্দারমণির দক্ষিণ পুরুষোত্তমপুরের ৷
মন্দারমণি, তাজপুর সব জায়গারই এখন এমনই হাল ৷ এই ছবি মন্দারমণির দক্ষিণ পুরুষোত্তমপুরের ৷
advertisement
4/5
ঘূর্ণিঝড়ে ৮০০-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত ৷ ভেঙে পড়েছে অসংখ্য বাসস্থান ৷
ঘূর্ণিঝড়ে ৮০০-র বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত ৷ ভেঙে পড়েছে অসংখ্য বাসস্থান ৷
advertisement
5/5
একমাসের মধ্যে দিঘাকে ছন্দে ফেরাতে একযোগে কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। সব দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
একমাসের মধ্যে দিঘাকে ছন্দে ফেরাতে একযোগে কাজ করছে পূর্ত, সেচ, বিপর্যয় মোকাবিলা, পর্যটন, মৎস্য দফতর। সব দফতরের সঙ্গে সমন্বয় করে চলেছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
advertisement
advertisement
advertisement