June Malia : আজ ফের মেদিনীপুরের পথে 'মেদিনীপুরের মেয়ে'! হাতে মাস্ক-স্যানিটাইজার...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মাথায় দোপাট্টা জড়ানো। চোখে সানগ্লাস। মুখে ডাবল মাস্ক। চেনাই যায় না সাদামাটা সালোয়ারের এই জুনকে (June Malia)। বাজারে আসা সাধারণ মানুষ এবং বাজারের বিক্রেতাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন তিনি। পাশাপাশি দিলেন সচেতনতা বার্তা (Coronavirus Safety Message)।
মেদিনীপুরের কলেজ মাঠ। করোনার জন্য অস্থায়ী বাজার বসেছে এই মাঠে। সেখানেই সাধারণ মানুষের মধ্যে সকাল-সকাল মাস্ক ও স্যানিটাইজার হাতে নিয়ে হাজির এলাকার বিধায়ক। মাথায় দোপাট্টা জড়ানো। চোখে সানগ্লাস। মুখে ডাবল মাস্ক চেনায় যায় না সাদামাটা সালোয়ারের এই জুনকে। বাজারে আসা সাধারণ মানুষ এবং বাজারের বিক্রেতাদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন তিনি। পাশাপাশি দিলেন সচেতনতা বার্তা।
advertisement
২০২১ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট তারকা প্রার্থীদের মধ্যে সবার প্রথমে নাম ছিল অভিনেত্রী জুন মালিয়ার। বহুদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। আর জয়ও এসেছে প্রথমবারেই। তাই করোনার বাড়বাড়ন্তে নিজের এলাকার মানুষদের পাশে দাঁড়াতে ভুললেন না জুন মালিয়া। মেদিনীপুরের বিধায়কের নেতৃত্বে বুধবারই খোলা হয়েছে কমিউনিটি কিচেন। চালু করা হয়েছে হেল্পলাইনও।
advertisement
আজ ফের এক আকাশ রোদ মাথায় জুনকে দেখা গেল রাস্তায়, বাজারে। নিজের হাতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন জুন মালিয়া!সকাল থেকে মেদিনীপুর শহরের বাজারে মাস্ক হাতে নিয়ে ঘুরে বেড়ালেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। গত কয়েকদিন ধরে মেদিনীপুর শহরের রাজাবাজার সহ বিভিন্ন দৈনিক বাজারে ভিড়ভাট্টা জমায় আজ থেকে সেই বাজার স্থানান্তরিত করা হয়েছে মেদিনীপুর কলেজ মাঠে।
advertisement
গতকালই ‘আহা রে আহার- বাড়ির মতো খাবার’ নামে কমিউনিটি কিচেন খুলেছেন জুন ও তাঁর এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্যরা। মূলত করোনা আক্রান্ত রোগী ও রোগীর পরিজনরাই পাবেন এই পরিষেবা। যার জন্য দেখাতে হবে কোভিড পজিটিভ রিপোর্ট। সঙ্গে হোম আইসোলেশনে থাকা বাড়ির প্রতিটি সদস্যদের জন্যই আয়োজনের বন্দোবস্ত হয়েছে। ৯৭৭৫৪০১১২২ এবং ৯০০২০৩৭১৩৩ এই দুটি নম্বরে ফোন করলেই মিলবে খাবার। কোভিড রিপোর্ট পাঠাতে হবে হোয়াটস অ্যাপ করে।
advertisement
সেখানকার এক তৃণমূলের সদস্য জানিয়েছেন, আপাতত মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডে মিলবে এই পরিষেবা। বুধবার প্রথম দিনের মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, আলু-পটলের তরকারি। তবে আজ বৃহস্পতিবার থেকে মেনুতে থাকবে মাছ, মাংস-সহ সমস্ত পুষ্টিকর খাদ্য। অভিনেত্রী তথা মেদিনীপুরের নতুন বিধায়ক জুন মালিয়ার দাবি, করোনার সময়ে সেরে উঠতে পুষ্টিকর খাবার সবচেয়ে বেশি প্রয়োজন। যাতে বাড়ির মায়েরা হেঁসেল ছেড়ে নিজেদের শরীরের যত্ন নিতে পারেন তা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
আর এভাবেই মেদিনীপুরে এসে সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে করোনা সচেতনতার বার্তা দিয়েই দিন শুরু করেন এলাকার বিধায়ক জুন মালিয়া। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে মাইক হাতেও রাস্তায় দেখা দেন জুন। মেদিনীপুর কোতোয়ালী থানার সহযোগিতায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় ঘুরে ঘুরে সচেতনতার বার্তা দেন টলিউড থেকে রাজনীতিতে পা রাখা নিজেকে মেদিনীপুরের মেয়ে বলে দাবি করা অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া ।