Mask Village: অসংখ্য মুখোশের অনেক গল্প! শীতে পুরুলিয়া ঘুরতে গেলে এই গ্রাম 'মিস' করবেন না

Last Updated:
Purulia News: পুরুলিয়ার পর্যটন মানচিত্রে অন্যতম এই চড়িদা গ্রাম , দেশে বিদেশে পাড়ি দিচ্ছে অসংখ্য মুখোশ!
1/6
তীব্র শীতে জমজমাট পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। ঢল নামছে পর্যটকদের।‌ অযোধ্যার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম চড়িদা গ্রাম।
তীব্র শীতে জমজমাট পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। ঢল নামছে পর্যটকদের।‌ অযোধ্যার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলির মধ্যে অন্যতম চড়িদা গ্রাম।
advertisement
2/6
পুরুলিয়ার ঐতিহ্য ছৌ মুখোশ। ঐতিহ্যবাহী এই মুখোশ তৈরি হয় চড়িদা গ্রামে। গোটা চড়িদা গ্রাম জুড়েই তৈরি হয় এই ছৌ মুখোশ। শিল্পীরা নিপুন হস্তশিল্পের মধ্যে দিয়ে এই ছৌ মুখোশ তৈরি করে থাকেন।
পুরুলিয়ার ঐতিহ্য ছৌ মুখোশ। ঐতিহ্যবাহী এই মুখোশ তৈরি হয় চড়িদা গ্রামে। গোটা চড়িদা গ্রাম জুড়েই তৈরি হয় এই ছৌ মুখোশ। শিল্পীরা নিপুন হস্তশিল্পের মধ্যে দিয়ে এই ছৌ মুখোশ তৈরি করে থাকেন।
advertisement
3/6
চড়িদা গ্রাম তথা মুখোশ গ্রাম নামে পরিচিত এই পর্যটন কেন্দ্রটি। কমবেশি সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এই মুখোশ গ্রামে। ‌ শীতের মরশুমে ভিড় আরও বাড়ে‌।
চড়িদা গ্রাম তথা মুখোশ গ্রাম নামে পরিচিত এই পর্যটন কেন্দ্রটি। কমবেশি সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এই মুখোশ গ্রামে। ‌ শীতের মরশুমে ভিড় আরও বাড়ে‌।
advertisement
4/6
ছৌ নৃত্যের জন্য যেমন মুখোশের চাহিদা রয়েছে , তেমনই পর্যটকেরাও মুখোশ কিনতে আসেন এই গ্ৰামে। এরই পাশাপাশি অযোধ্যা পাহাড়ে গড়ে ওঠা বিভিন্ন হোটেল রিসোর্টের সৌন্দর্যায়নের জন্য এই মুখোশের ব্যাপক চাহিদা রয়েছে।
ছৌ নৃত্যের জন্য যেমন মুখোশের চাহিদা রয়েছে , তেমনই পর্যটকেরাও মুখোশ কিনতে আসেন এই গ্ৰামে। এরই পাশাপাশি অযোধ্যা পাহাড়ে গড়ে ওঠা বিভিন্ন হোটেল রিসোর্টের সৌন্দর্যায়নের জন্য এই মুখোশের ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
5/6
বিভিন্ন সাইজের ও বিভিন্ন দামের মুখোশ পাওয়া যায় এই চড়িদা গ্রামে। ১০০ টাকা থেকে শুরু করে ৫-১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এই মুখোশ। তাই অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা একবার হলেও ঢু মেরে যান এই চড়িদা গ্রাম থেকে।
বিভিন্ন সাইজের ও বিভিন্ন দামের মুখোশ পাওয়া যায় এই চড়িদা গ্রামে। ১০০ টাকা থেকে শুরু করে ৫-১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এই মুখোশ। তাই অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরা একবার হলেও ঢু মেরে যান এই চড়িদা গ্রাম থেকে।
advertisement
6/6
চড়িদা গ্রামের এই ছৌ মুখোশ শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বা এই রাজ্যের সীমাবদ্ধ নয়। দেশে-বিদেশে এই মুখোশের যথেষ্ট চাহিদা রয়েছে‌। তাই শিল্পীরা বরাত মত এই মুখোশ বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়ে থাকেন।
চড়িদা গ্রামের এই ছৌ মুখোশ শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বা এই রাজ্যের সীমাবদ্ধ নয়। দেশে-বিদেশে এই মুখোশের যথেষ্ট চাহিদা রয়েছে‌। তাই শিল্পীরা বরাত মত এই মুখোশ বিভিন্ন জায়গাতে পৌঁছে দিয়ে থাকেন।
advertisement
advertisement
advertisement