Mashak Hill: মিনি অজন্তা ইলোরা, রয়েছে গুপ্ত গুহাও! অনেকেই জানেন না বাঁকুড়ার রহস্যময় গুহা

Last Updated:
Mashak Hill: বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা বাঁকুড়ার মশক পাহাড়কে।
1/6
বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা। গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করা অসম্ভব সুন্দর কারুকার্য।
বাংলার মানুষ বেছে নিচ্ছে ঘরের সামনে এই পাহাড় যেখানে গেলে পেয়ে যাবেন একটি গুপ্ত গুহা। গুহার ভিতরে পাথরের গায়ে খোদাই করা অসম্ভব সুন্দর কারুকার্য।
advertisement
2/6
কী ভাবছেন অজন্তা ইলোরা? তেমন টাই মনে হবে। ১১২ ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরনো শিব মন্দির, কালী মন্দির, ও অনেক পুরানো পাহাড়ি গুহা।
কী ভাবছেন অজন্তা ইলোরা? তেমন টাই মনে হবে। ১১২ ফুট উঁচু এই মশক পাহাড়ের ওপরে আছে পুরনো শিব মন্দির, কালী মন্দির, ও অনেক পুরানো পাহাড়ি গুহা।
advertisement
3/6
বাঁকুড়া থেকে মশক পাহাড় ৪৮.৪ কিমি। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে - ইন্দপুর বাংলা হয়ে - খাতড়া - মশক পাহাড়। মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শালগাছে ঘেরা মশক পাহাড়। তারপর কিছুটা ওপরের দিকে উঠলে বুঝতে পারবেন, রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি।
বাঁকুড়া থেকে মশক পাহাড় ৪৮.৪ কিমি। বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে - ইন্দপুর বাংলা হয়ে - খাতড়া - মশক পাহাড়। মশক পাহাড়ের কাছে গিয়ে আপনি দেখতে পাবেন লম্বা শালগাছে ঘেরা মশক পাহাড়। তারপর কিছুটা ওপরের দিকে উঠলে বুঝতে পারবেন, রয়েছে পাথরের প্রাকৃতিক সিঁড়ি।
advertisement
4/6
সেই সিঁড়ি ধরে উপরে উঠলেই চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা। সাবধান! অন্ধকার এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন। ভিতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা, রয়েছে মা কালী। এছাড়াও গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে। দেখতে পাবেন পুরো শহর খাতড়া।
সেই সিঁড়ি ধরে উপরে উঠলেই চোখের সামনে দেখতে পাবেন একটি গুহা। সাবধান! অন্ধকার এই গুহায় পর্যাপ্ত আলো নিয়ে তবেই প্রবেশ করুন। ভিতরে রয়েছে মা দুর্গার খোদাই করা প্রতিমা, রয়েছে মা কালী। এছাড়াও গুহার ডান দিক দিয়ে চলে যান পাহাড়ের উপরে। দেখতে পাবেন পুরো শহর খাতড়া।
advertisement
5/6
পর্যটক প্রসেনজিৎ মালাকার জানান,
পর্যটক প্রসেনজিৎ মালাকার জানান, "এই পাহাড় থেকে দূরে খাতড়া শহর দেখা যাচ্ছে। দারুন সুন্দর লাগছে।"
advertisement
6/6
বিকেল বিকেল চলে আসুন খাতড়া। ঘুরে দেখুন এই পাহাড়। তারপর বেরিয়ে পড়ুন মুকুটমনিপুরের উদ্দেশ্যে। তবে মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝরনা। চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
বিকেল বিকেল চলে আসুন খাতড়া। ঘুরে দেখুন এই পাহাড়। তারপর বেরিয়ে পড়ুন মুকুটমনিপুরের উদ্দেশ্যে। তবে মশক পাহাড়ের পাশে রয়েছে আরও একটি পাহাড় এবং ঝরনা। চাইলে সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
advertisement
advertisement
advertisement