গান্ধিজি'র লবণ সত্যাগ্রহে বাংলার প্রথম শহিদ কারা জানেন? এই দুই তরুণের কথা আপনারও অজানা
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
অবিভক্ত মেদিনীপুর জেলার উপকূলবর্তী পটাশপুরও সেই আন্দোলনের সক্রিয় অংশীদার হয়েছিল। এখানকার মানুষ লবণ উৎপাদনের সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকায়, এই অঞ্চলে ব্রিটিশের লবণ আইন বিরোধিতা দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাধীনতার জন্য পটাশপুরের মানুষের এই দৃঢ় সংকল্পের সঙ্গে জড়িয়ে আছে দুই তরুণ শহিদের আত্মত্যাগের কাহিনী
![সেটা ১৯৩০ সালের উত্তাল সময়। মহাত্মা গান্ধির নেতৃত্বে শুরু হয়েছে ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ আন্দোলন। ব্রিটিশদের লবণ আইন ভেঙে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ডাক সারা দেশে এক নতুন জাগরণের সৃষ্টি করে। অবিভক্ত মেদিনীপুর জেলার উপকূলবর্তী পটাশপুরও সেই আন্দোলনের সক্রিয় অংশীদার হয়েছিল। এখানকার মানুষ লবণ উৎপাদনের সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকায়, এই অঞ্চলে ব্রিটিশের লবণ আইন বিরোধিতা দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাধীনতার জন্য পটাশপুরের মানুষের এই দৃঢ় সংকল্পের সঙ্গে জড়িয়ে আছে দুই তরুণ শহিদের আত্মত্যাগের কাহিনী। যা আজও এলাকার ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হিসাবে মানুষের হৃদয়ে বেঁচে আছে।[ছবি ও তথ্য: মদন মাইতি] সেটা ১৯৩০ সালের উত্তাল সময়। মহাত্মা গান্ধির নেতৃত্বে শুরু হয়েছে ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ আন্দোলন। ব্রিটিশদের লবণ আইন ভেঙে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ডাক সারা দেশে এক নতুন জাগরণের সৃষ্টি করে। অবিভক্ত মেদিনীপুর জেলার উপকূলবর্তী পটাশপুরও সেই আন্দোলনের সক্রিয় অংশীদার হয়েছিল। এখানকার মানুষ লবণ উৎপাদনের সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকায়, এই অঞ্চলে ব্রিটিশের লবণ আইন বিরোধিতা দ্রুত ছড়িয়ে পড়ে। স্বাধীনতার জন্য পটাশপুরের মানুষের এই দৃঢ় সংকল্পের সঙ্গে জড়িয়ে আছে দুই তরুণ শহিদের আত্মত্যাগের কাহিনী। যা আজও এলাকার ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হিসাবে মানুষের হৃদয়ে বেঁচে আছে।[ছবি ও তথ্য: মদন মাইতি]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/1-2025-08-346dd19be4d75ff959dfd03f4668b62e.jpg?impolicy=website&width=827&height=620)





