Passenger Train Cancel: রবিবার সকালে বাতিল বহু প্যাসেঞ্জার ট্রেন! টিকিট হাতে প্ল্যাটফর্মে এসে মাথায় হাত, দেখুন তালিকা

Last Updated:
শুক্রবার রাতেআদ্রা ডিভিশনের চান্ডিলে ট্রেন দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় এখনও পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক হয়নি। নতুন করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ।
1/9
পুরুলিয়া : আদ্রা ডিভিশনের চান্ডিলে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত একসঙ্গে দুটি মালগাড়ি। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় এখনও পর্যন্ত রেল পরিষেবা বিপর্যস্ত। শুক্রবার গভীর রাতে চান্ডিল রেল স্টেশনে ঘটা এই দুর্ঘটনায় শনিবার ২০টিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছিল রেল। এদিন রবিবার আবারও নতুন করে সাতটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল রেল। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি ট্রেনের। (শান্তনু দাস)
পুরুলিয়া : আদ্রা ডিভিশনের চান্ডিলে ট্রেন দুর্ঘটনায় লাইনচ্যুত একসঙ্গে দুটি মালগাড়ি। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় এখনও পর্যন্ত রেল পরিষেবা বিপর্যস্ত। শুক্রবার গভীর রাতে চান্ডিল রেল স্টেশনে ঘটা এই দুর্ঘটনায় শনিবার ২০টিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করেছিল রেল। এদিন রবিবার আবারও নতুন করে সাতটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল রেল। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে পাঁচটি ট্রেনের। (শান্তনু দাস)
advertisement
2/9
রেল সূত্রে জানা যায়, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি আদ্রা ডিভিশনে। এদিন ও বহু ট্রেন বাতিল করার পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের।
রেল সূত্রে জানা যায়, ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত রেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়নি আদ্রা ডিভিশনে। এদিন ও বহু ট্রেন বাতিল করার পাশাপাশি যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের।
advertisement
3/9
রেল সূত্রে জানা যায়, এদিন ১০ আগষ্ট যে সমস্ত ট্রেনগুলি বাতিল রয়েছে -১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস,  ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার,  ১৮১১৬/১৮১১৫ খড়গপুর-গোমো-চক্রধরপুর মেমু প্যাসেঞ্জার,  ১৮১৮৩/১৮১৮৪ টাটা-বক্সার-টাটা এক্সপ্রেস,  ২১৮৯৩/২১৮৯৬ টাটা-পাটনা-টাটা এক্সপ্রেস,  ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার,  ৬৮০৩৫/৬৮০৩৬ টাটা-হাটিয়া-টাটা মেমু।
রেল সূত্রে জানা যায়, এদিন ১০ আগষ্ট যে সমস্ত ট্রেনগুলি বাতিল রয়েছে -১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটা-আসানসোল এক্সপ্রেস,  ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার,  ১৮১১৬/১৮১১৫ খড়গপুর-গোমো-চক্রধরপুর মেমু প্যাসেঞ্জার,  ১৮১৮৩/১৮১৮৪ টাটা-বক্সার-টাটা এক্সপ্রেস,  ২১৮৯৩/২১৮৯৬ টাটা-পাটনা-টাটা এক্সপ্রেস,  ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটা-আসানসোল মেমু প্যাসেঞ্জার,  ৬৮০৩৫/৬৮০৩৬ টাটা-হাটিয়া-টাটা মেমু।
advertisement
4/9
প্যাসেঞ্জার ট্রেন- যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১২ চক্রধরপুর-হাওড়া-আদ্রা এক্সপ্রেস। চক্রধরপুর-হাওড়া-আদ্রা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
প্যাসেঞ্জার ট্রেন- যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১২ চক্রধরপুর-হাওড়া-আদ্রা এক্সপ্রেস। চক্রধরপুর-হাওড়া-আদ্রা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
advertisement
5/9
১৩৩০১ ধানবাদ-টাটা এক্সপ্রেস, ধানবাদ-টাটা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
১৩৩০১ ধানবাদ-টাটা এক্সপ্রেস, ধানবাদ-টাটা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
advertisement
6/9
১৩৩০২ টাটা-ধানবাদ এক্সপ্রেস, টাটা-ধানবাদ রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
১৩৩০২ টাটা-ধানবাদ এক্সপ্রেস, টাটা-ধানবাদ রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
advertisement
7/9
৬৮০৮৬ বরকাখানা-টাটা প্যাসেঞ্জার, বরকাখানা-টাটা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
৬৮০৮৬ বরকাখানা-টাটা প্যাসেঞ্জার, বরকাখানা-টাটা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
advertisement
8/9
 ৬৮০৮৫ টাটা-বরকাখানা প্যাসেঞ্জার, টাটা-বরকাখানা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
৬৮০৮৫ টাটা-বরকাখানা প্যাসেঞ্জার, টাটা-বরকাখানা রুটে পরিষেবা বাতিল থাকবে। আদ্রা রেল স্টেশনে যাত্রাপথ সমাপ্ত হবে।
advertisement
9/9
তবে পর পর দু'দিন এই ট্রেন বাতিলের জেরে পুরুলিয়া, আদ্রা-সহ বিভিন্ন রেল স্টেশনে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। 
তবে পর পর দু'দিন এই ট্রেন বাতিলের জেরে পুরুলিয়া, আদ্রা-সহ বিভিন্ন রেল স্টেশনে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
advertisement