‘একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর’- নিম্নচাপের ল্যাজ ধরে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ, বাংলার জেলায় জেলায় দাপিয়ে বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই, রইল ওয়েদার আপডেট
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Low Pressure In West Bengal: নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর ক্রমশই পশ্চিম দিকে সরছে। ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে এই নিম্নচাপ ঝাড়খণ্ড অভিমুখী হয়েছে। নিম্নচাপ সরলেও সপ্তাহের শেষে দুর্যোগ পিছু ছাড়ছে না।
দিঘা: নিম্নচাপের ছেলে দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। হাওয়া অফিসের শেষ বুলেটিনে জানা যায় নিম্নচাপ রাজ্যের উপকূলীয় অঞ্চল থেকে ক্রমশ সরছে। ঘন্টায় ১৫ কিলোমিটার গতিবেগে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড। অফিসে রিপোর্টে জানা যায় শনিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমাঞ্চলের জেলা হয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় দিঘা সহ জেলায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় এদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি হলুদ সর্তকতা দিঘা সহ জেলায়। Input- Saikat Shee







