Local Train Cancellation: শিয়ালদহ-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় ৪৬ লোকাল বাতিল, রবিবার পর্যন্ত কোন কোন ট্রেন থাকছে না? রইল তালিকা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Local Train Cancellation: ৫৬ ঘণ্টা রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রি-মডেলিং ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। সকাল দশ'টা থেকে রবিবার সন্ধ্যে ছ'টা পর্যন্ত প্রায় ৪৬ ট্রেন বাতিল থাকবে।
*প্রায় ৫৬ ঘণ্টা রানাঘাট-কৃষ্ণনগর শাখার কালীনারায়ণপুর-শান্তিপুর ইয়ার্ড রি-মডেলিং ও নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার্সের তথ্যসূত্র মারফৎ জানা গিয়েছে, আজ শুক্রবার সকাল দশ'টা থেকে রবিবার সন্ধ্যে ছ'টা পর্যন্ত ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণ থাকবে বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে ওই শাখার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী প্রায় ৪৬ ট্রেন বাতিল থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*শনিবার রানাঘাট-শান্তিপুর শাখায় বাতিল থাকবে আপ ৩১৭৮১, আপ ৩১৭৮৫, ডাউন ৩১৭৮২, ডাউন ৩১৭৮৮ এবং শনিবার রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর শাখায় বাতিল ট্রেনগুলি হলঃ আপ ৩১৫৮৫, আপ ৩১৫৮৬। একইভাবে শনিবার রানাঘাট-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৭২৫, আপ ৩১৭২৬ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ৩১৮৪৩ ও ডাউন ৩১৮৪৪ ট্রেন চলবে না। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*শুক্রবার ৩১৫১২ ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল রাত ৩ঃ২২ মিনিটের পরিবর্তে ভোর ৪ঃ০৭ মিনিটে ছাড়বে। একইভাবে ৫৩১৭২ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার শুক্রবার রাত ১০ঃ১৫ মিনিটের পরিবর্তে শনিবার রাত ১২ঃ১৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। ফলে সপ্তাহ শেষে দুর্ভোগে পড়তে হবে সাধারণ যাত্রীদের। সংগৃহীত ছবি।