Second Hooghly Bridge: রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কখন? না জানলে বিপদে পড়বেন
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
রবিবার ২৪/০৮/২০২৫ ভোর ৪:০০ থেকে রাত ২১:৩০ পর্যন্ত টানা কয়েক ঘণ্টা দ্বিতীয় হুগলী সেতু বন্ধ থাকার নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের।
advertisement
১৬ নং জাতীয় সড়ক কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন যারা কোলকাতা যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/ ২য় হুগলি সেতু ব্যবহার করতে চান তারা ধুলাগড়-নিবরা-সলোপ-পাকুড়িযয়-সিসিআর সেতু হয়ে নিবেদিতা সেতুতে যেতে পারেন।
ডানকুনি দিক থেকে আসা যানবাহন, যারা কোলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/২য় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
ডানকুনি দিক থেকে আসা যানবাহন, যারা কোলকাতার দিকে যাওয়ার জন্য কোনা এক্সপ্রেসওয়ে/২য় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
কলকাতা থেকে হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু পেতে চান। তারা হাওড়া সেতু বা নিবেদিতা সেতুতে যেতে পারেন। পণ্যবাহী যানবাহন ব্যতীত কোলাঘাট গামী যানবাহন গুলি কোলাঘাটের দিকে যাওয়ার জন্য কাজীপাড়া- জিটি রোড- বাতাইতলা- আন্দুল রোড- আলমপুর- জাতীয় সড়ক ১৬ নং- ধুলাগড়- রানীহাটি ব্যবহার করতে পারে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
পণ্যবাহী যানবাহন ছাড়া ডানকুনিগামী যানবাহন গুলি হ্যাংসাং ক্রসিং-ডান মোড় -শৈলেন মান্না সরণি- শানপুর মোড়- বাম মোড়- হাওড়া আমতা রোড- সলোপ- জাতীয় সড়ক ১৬ - পাকুরিয়া- সিসিআর ব্রিজ- মাইটিপাড়া- ডানকুনি বা কাজীপাড়া- জিটি রোড/ ফোরশোর রোড- সালকিয়া- বালি- জিরো পয়েন্ট- মাইতি পাড়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
নিবরা দিক থেকে আসা সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট গাড়ি জগাছা-মাহিয়ারী রোড ব্যবহার করতে পারে।
কাজিপাড়া/হ্যাংসাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। বলে জানান হয়েছে হাওড়া সিটি পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
কাজিপাড়া/হ্যাংসাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে ইচ্ছুক ছোট যানবাহনগুলিকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। বলে জানান হয়েছে হাওড়া সিটি পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে।(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)