Kolkata Getaways: পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে গড়চুমুক পর্যটন কেন্দ্র

Last Updated:
Howrah Tourist Spot: আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে সেজে উঠছে ৫৮ গেট হুগলি দামোদর নদীর সংযোগস্থল
1/5
এবার আরও আকর্ষণীয় হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ৫৮ গেট! রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়চুমুক ও উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন নদীর পাড়, এই স্তান গুলিকে নতুন করে সৌন্দর্যায়নের উদ্যোগ নিল পর্যটন দফতর।
এবার আরও আকর্ষণীয় হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ৫৮ গেট! রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়চুমুক ও উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন নদীর পাড়, এই স্তান গুলিকে নতুন করে সৌন্দর্যায়নের উদ্যোগ নিল পর্যটন দফতর।
advertisement
2/5
এই সৌন্দর্যায়নের কাজে পর্যটন দফতরের সঙ্গে কাজে সহযোগিতা করবে হাওড়া জেলা পরিষদ।‌ গড়চুমুকের দামোদর ও হুগলী নদীর সংযোগস্থলের নদীর পাড় সংলগ্ন স্থানকে আরও আকর্ষণীয় রূপ দেওয়া হবে।
এই সৌন্দর্যায়নের কাজে পর্যটন দফতরের সঙ্গে কাজে সহযোগিতা করবে হাওড়া জেলা পরিষদ।‌ গড়চুমুকের দামোদর ও হুগলী নদীর সংযোগস্থলের নদীর পাড় সংলগ্ন স্থানকে আরও আকর্ষণীয় রূপ দেওয়া হবে।
advertisement
3/5
চিহ্নিত স্থান গুলি পার্কের সৌন্দর্যায়ন সহ একাধিক উন্নয়নমূলক কাজ হবে। হাওড়া জেলা পরিষদ গড়চুমুক পর্যটন কেন্দ্রে রাস্তার উন্নয়নের কাজ শুরু করছে। আপাতত ২.৫ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে।
চিহ্নিত স্থান গুলি পার্কের সৌন্দর্যায়ন সহ একাধিক উন্নয়নমূলক কাজ হবে। হাওড়া জেলা পরিষদ গড়চুমুক পর্যটন কেন্দ্রে রাস্তার উন্নয়নের কাজ শুরু করছে। আপাতত ২.৫ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে।
advertisement
4/5
কাজ শুরুর আগে নদীর পাড় পরিদর্শন করেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরী দফতরে মন্ত্রী পুলক রায়।‌ সৌন্দর্যায়নের পরিকল্পনা অনুযায়ী কংক্রিটের বসার জায়গা।‌ তৈরি করা হচ্ছে পর্যটকদের মাথার উপর সেড । নদীর পাড় সৌন্দর্য এবং নিরাপত্তা উভয়দিক গুরুত্ব শিকল দেওয়া ঘেরার ব্যবস্থা। একাধিক জায়গায় বসানো হবে উচ্চ বাতি স্তম্ভ।
কাজ শুরুর আগে নদীর পাড় পরিদর্শন করেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরী দফতরে মন্ত্রী পুলক রায়।‌ সৌন্দর্যায়নের পরিকল্পনা অনুযায়ী কংক্রিটের বসার জায়গা।‌ তৈরি করা হচ্ছে পর্যটকদের মাথার উপর সেড । নদীর পাড় সৌন্দর্য এবং নিরাপত্তা উভয়দিক গুরুত্ব শিকল দেওয়া ঘেরার ব্যবস্থা। একাধিক জায়গায় বসানো হবে উচ্চ বাতি স্তম্ভ।
advertisement
5/5
পর্যটন কেন্দ্র হিসেবে সারা বছর জেলার মানুষের অন্যতম আকর্ষণ নদী তীরবর্তী ৫৮ গেটের দামোদর ও হুগলি নদীর সংযোগ সংলগ্নস্থান। নতুনভাবে সাজানোর ফলে আরও পর্যটকের আকর্ষণ বাড়ছে তা বলাই চলে।
পর্যটন কেন্দ্র হিসেবে সারা বছর জেলার মানুষের অন্যতম আকর্ষণ নদী তীরবর্তী ৫৮ গেটের দামোদর ও হুগলি নদীর সংযোগ সংলগ্নস্থান। নতুনভাবে সাজানোর ফলে আরও পর্যটকের আকর্ষণ বাড়ছে তা বলাই চলে।
advertisement
advertisement
advertisement