Kaushiki Amavasya 2025 Indian Railways: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী, কতগুলো 'বাড়তি ট্রেন' চলবে ওই রুটে? মন্দির কমিটির আবেদনে মিলবে সাড়া?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
সাংসদ শতাব্দী রায়ও এই তিথিতে একাধিক স্পেশাল ট্রেন চেয়ে হাওড়ার ডিআরএমের কাছে আবেদন করেছেন। মন্দির কমিটির মতে, পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। সেইসঙ্গে রেলেরও আয় বাড়বে।
বীরভূম: প্রত্যেক বছরের মতন এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। চলতি বছর ২০২৫ সালের ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পালিত হবে ৫ ভাদ্র, অর্থাৎ শুক্রবার, যা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসের ২২ অগাস্ট। অমাবস্যা তিথি শুরু হবে ৫ ভাদ্র, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে এবং শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ২৪ মিনিটে। (সৌভিক রায়)
advertisement
advertisement
মূলত এই বীরভূমে তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য প্রায় ৭০ শতাংশ পর্যটক রেল পথে তারাপীঠ ভ্রমণের জন্য আসেন। তবে রেল পথে যে পরিমাণ ট্রেনের সংখ্যা রয়েছে সেই পরিমাণ ট্রেনের মাধ্যমে পর্যটকেরা তারাপীঠ পৌঁছাতে বেশ সমস্যার মধ্যে পড়েন কারণ অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আসতে হয় এতটা পথ।
advertisement
advertisement
advertisement
advertisement