ভাদ্র মাসের 'কৌশিকী অমাবস্যা'....! মা তারার 'বিশেষ' পুজোয় বিশেষ ভোগে কী কী? আয়োজন শুনলে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Kaushiki Amabashya 2025: সারাদিন কী ভোগ নিবেদন করা হল মা তারাকে? কতক্ষণ চলবে পুজো? কত ভরি সোনা দিয়ে সাজানো হল মা তারাকে? কী জানাচ্ছেন মন্দির কমিটি জানুন বিস্তারিত
এইদিন বেলা ১১টা ৫৬ মিনিট থেকে শুরু হয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছর এই অমাবস্যা তিথিতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। আর এই আমাবস্যা তিথিতে মা তারার বিশেষ পুজো হয়ে থাকে। পুজো হওয়ার পাশাপাশি মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। এই দিন ভোর বেলায় মা তারাকে স্নান করিয়ে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল দিয়ে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে লক্ষ লক্ষ ভক্তের জন্য খুলে দেওয়া হয়েছে মা তারার গর্ভগৃহের দরজা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এরপরই দুপুরে মা তারাকে বিশেষ অন্নের ভোগ নিবেদন করা হয়। ভোগে ছিল পাঁচ রকমের ভাজা,পাঁচ রকমের মিষ্টি, পাঁচ রকমের সবজি, খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস, শোল মাছ পোড়া, বলির পাঁঠার মাংস, মাছের মাথা, কারন সহযোগে ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন করার পর আবার পুনরায় লক্ষ লক্ষ ভক্তের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের দরজা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
এরপরেই আবার পুনরায় মা তারাকে সন্ধ্যা বেলায় বেনারসির সাজে সজ্জিত করে প্রায় দশ ভরি সোনার অলংকার দিয়ে সাজিয়ে বিশেষ সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। তারাপীঠ মন্দিরে আগত প্রায় লক্ষ লক্ষ ভক্ত জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেই আরতি দর্শন করেন। জয় তারা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
সন্ধ্যাবেলায় মা তারাকে আবার লুচি ,সুজি ,পাঁচ রকমের মিষ্টি , পাঁচ রকমের ভাজা, খই, মিষ্টি দই দিয়ে ভোগ নিবেদন করা হয়। অন্যদিকে তারাপীঠ মন্দির এবং তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ সারারাত চলবে, এই হোম যজ্ঞ। ভক্তদের বিশ্বাস এই কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে হোম যজ্ঞ করলে মা তারা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement