মোবাইলে আসক্তি দূর করছে এই খেলা! বাচ্চাদের মধ্যে উৎসাহ প্রবল
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
বিশেষভাবে ৯ ও ১০ বছরের বাচ্চারা পেল ব্ল্যাক বেল্ট। মোট তিনজন ব্ল্যাক বেল্ট পায়। এদের মধ্যে একজনের বয়স ৯ বছর, একজন ১০ এবং তৃতীয়জন ১৫ বছর বয়সী। এই ব্ল্যাক বেল্ট হচ্ছে ক্যারাটে প্রশিক্ষণের সর্বশেষ বেল্ট
![বর্তমানে মোবাইলের নেশায় আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা। শিশুদের মধ্যে অনেকেই খেতে বসে মোবাইলে কার্টুন বা গান দেখতে দেখতে খাবার খাচ্ছে। কেউ আবার পড়াশোনার পরে মোবাইলে ভিডিও দেখছে। যদি না দেওয়া হয় তখন বায়না জুড়ে দেয়। ফলে বাধ্য হয়ে অভিভাবকদের হাতে তুলে দিতে হচ্ছে মোবাইল। এখন আর মাঠে বন্ধুদের সঙ্গে খেলতেও যাচ্ছে না। যেনও মোবাইলের নেশায় আসক্ত হয়ে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ব্যাতিক্রমী ছবি দেখা গেল।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা] বর্তমানে মোবাইলের নেশায় আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা। শিশুদের মধ্যে অনেকেই খেতে বসে মোবাইলে কার্টুন বা গান দেখতে দেখতে খাবার খাচ্ছে। কেউ আবার পড়াশোনার পরে মোবাইলে ভিডিও দেখছে। যদি না দেওয়া হয় তখন বায়না জুড়ে দেয়। ফলে বাধ্য হয়ে অভিভাবকদের হাতে তুলে দিতে হচ্ছে মোবাইল। এখন আর মাঠে বন্ধুদের সঙ্গে খেলতেও যাচ্ছে না। যেনও মোবাইলের নেশায় আসক্ত হয়ে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ব্যাতিক্রমী ছবি দেখা গেল।[ছবি ও তথ্য: রিন্টু পাঁজা]](https://images.news18.com/static-bengali/uploads/2025/09/HYP_5436369_20250907_112517_watermark_08092025_000338_2.jpg?impolicy=website&width=827&height=620)