Durga Puja 2025: পুজোর থিমে পরিবেশ সচেতনতার বার্তা! ‘ইচ্ছেডানা’ থিমে নজর কাড়ছে বর্ধমানের ১৬ লক্ষের পুজো! ছবিতে দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Durga Puja 2025: প্যান্ডেলের থিম ‘ইচ্ছেডানা’ প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে ধরেছে। বিশেষভাবে পাখিদের সংরক্ষণ ও তাঁদের জীবনযাপন, বাসা ও জীবনচক্রের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কালনার ধাত্রীগ্রামে এই মণ্ডপ তৈরি হয়েছে। এই মণ্ডপে প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এই পুজো কমিটি পরপর তিন বছর বিশ্ববাংলা শারদ সম্মান এবং পূর্ব বর্ধমান জেলার সেরা মণ্ডপ নির্বাচিত হয়েছে। এবারও তাঁরা সেই খ্যাতি ধরে রাখতে চাইছে। কমিটি জানিয়েছে, পুজোর দ্বিতীয় দিন থেকে দশমী পর্যন্ত নয়দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ।
advertisement
advertisement