Kali Puja In Raj Bari: রাজবাড়িতে দুর্গাপুজোয় তো গেছেন, মহিষাদল রাজবাড়ীর কালীপুজোর ইতিহাসও দারুণ, আসুন ঘুরে যান
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Kali Puja In Raj Bari: মহিষাদল রাজবাড়ির কালী পূজোয় দেবীমাকে ভোগে আলুভাতে দেওয়ারও রীতি রয়েছে। কালীপুজার দিন রাজবাড়ির তরফ থেকে রান্না করে নানা ধরনের পদ দিয়ে ভোগে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
মহিষাদলের তেরপেখ্যা মোড় থেকে মাত্র ১০ মিনিট হাঁটা পথে মহিষাদল রাজবাড়ীর এই কালীমন্দির। উনিশ শতকে রাজ পরিবারের সমস্ত সদস্যদের সমাধি রয়েছে ওই স্থানে। এখনো পর্যন্ত আজ পরিবারের কোনো সদস্য পরলোকগমন করলে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সর্বশেষ ২০২২ সালে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে রানী ইন্দ্রানী দেবীর। রাজবাড়ীর এই শ্মশান ভূমিতে রয়েছে মোট তিনটি মন্দির। একটি শ্মশানকালীর, একটি দেবাদীদেব মহাদেবের এবং অপর আরেকটি বিষ্ণুর অনন্ত শয্যার।
advertisement
মহিষাদল রাজবাড়ির এই কালীপুজো মূলত বৈষ্ণব মতে হয়। উল্লেখযোগ্যভাবে এখানে দেবী কালীর পুজোর শুরুর আগে পুজো পান লক্ষ্মী- নারায়ণ। সারারাত পুজো দেখতে অধীর আগ্রহে বসে থাকেন গ্রামের মানুষজন। দেবী কালীর ভোগে প্রায়ই আলুভাতে দেওয়ারও রীতি রয়েছে। কালীপুজার দিন রাজবাড়ীর তরফ থেকে রান্না করে নানা ধরনের পদ এনে ভোগে দেওয়া হয়।
advertisement
advertisement