Kali Puja In Raj Bari: রাজবাড়িতে দুর্গাপুজোয় তো গেছেন, মহিষাদল রাজবাড়ীর কালীপুজোর ইতিহাসও দারুণ, আসুন ঘুরে যান

Last Updated:
Kali Puja In Raj Bari: মহিষাদল রাজবাড়ির কালী পূজোয় দেবীমাকে ভোগে আলুভাতে দেওয়ারও রীতি রয়েছে। কালীপুজার দিন রাজবাড়ির তরফ থেকে রান্না করে নানা ধরনের পদ দিয়ে ভোগে দেওয়া হয়।
1/7
মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোর কথা সবাই জানি। কিন্তু মহিষাদল রাজবাড়ি পূর্বসূরীরা দুর্গাপুজোর পাশাপাশি চালু করেছিলেন কালীপুজো। সেই পুজোর বয়স বর্তমানে ২৫০ বছর। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। (ছবি ও তথ্য: সৈকত শী)
মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোর কথা সবাই জানি। কিন্তু মহিষাদল রাজবাড়ি পূর্বসূরীরা দুর্গাপুজোর পাশাপাশি চালু করেছিলেন কালীপুজো। সেই পুজোর বয়স বর্তমানে ২৫০ বছর। পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস।
advertisement
2/7
মহিষাদলের ছোট্ট একটি গ্রাম মধ্যহিংলী। সেই গ্রামেই অবস্থিত প্রাচীন মহিষাদল রাজবাড়ির প্রায় আড়াইশো বছরের প্রাচীন শ্মশান ভূমি। রাজবাড়ির সমস্ত পূর্বপুরুষদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এখানেই। ঐতিহাসিক এই জায়গায় প্রায় ২৫০ বছরের বেশি আগে রাজবাড়ির তরফ থেকে গড়ে তোলা হয় শ্মশান কালীর মন্দির। (ছবি ও তথ্য: সৈকত শী)
মহিষাদলের ছোট্ট একটি গ্রাম মধ্যহিংলী। সেই গ্রামেই অবস্থিত প্রাচীন মহিষাদল রাজবাড়ির প্রায় আড়াইশো বছরের প্রাচীন শ্মশান ভূমি। রাজবাড়ির সমস্ত পূর্বপুরুষদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এখানেই। ঐতিহাসিক এই জায়গায় প্রায় ২৫০ বছরের বেশি আগে রাজবাড়ির তরফ থেকে গড়ে তোলা হয় শ্মশান কালীর মন্দির।
advertisement
3/7
সেই মন্দিরে কালীপুজোর দিন সাড়ম্বরে পুজোর আয়োজন করে রাজ পরিবার ও মধ্যহিংলী গ্রামের বাসিন্দারা। প্রাচীন নিয়ম মেনে আজও কালীপুজোর দিন বিশেষ ভোগ নিয়ে আসা হয় রাজবাড়ি থেকে। দেবী কালীকে সেই ভোগ অর্পণের পর গ্রামের মানুষদের বিতরণ করা হয়। (ছবি ও তথ্য: সৈকত শী)
সেই মন্দিরে কালীপুজোর দিন সাড়ম্বরে পুজোর আয়োজন করে রাজ পরিবার ও মধ্যহিংলী গ্রামের বাসিন্দারা। প্রাচীন নিয়ম মেনে আজও কালীপুজোর দিন বিশেষ ভোগ নিয়ে আসা হয় রাজবাড়ি থেকে। দেবী কালীকে সেই ভোগ অর্পণের পর গ্রামের মানুষদের বিতরণ করা হয়।
advertisement
4/7
মহিষাদলের তেরপেখ্যা মোড় থেকে মাত্র ১০ মিনিট হাঁটা পথে মহিষাদল রাজবাড়ীর এই কালীমন্দির। উনিশ শতকে রাজ পরিবারের সমস্ত সদস্যদের সমাধি রয়েছে ওই স্থানে। এখনো পর্যন্ত আজ পরিবারের কোনো সদস্য পরলোকগমন করলে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সর্বশেষ ২০২২ সালে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে রানী ইন্দ্রানী দেবীর। রাজবাড়ীর এই শ্মশান ভূমিতে রয়েছে মোট তিনটি মন্দির। একটি শ্মশানকালীর, একটি দেবাদীদেব মহাদেবের এবং অপর আরেকটি বিষ্ণুর অনন্ত শয্যার। (ছবি ও তথ্য: সৈকত শী)
মহিষাদলের তেরপেখ্যা মোড় থেকে মাত্র ১০ মিনিট হাঁটা পথে মহিষাদল রাজবাড়ীর এই কালীমন্দির। উনিশ শতকে রাজ পরিবারের সমস্ত সদস্যদের সমাধি রয়েছে ওই স্থানে। এখনো পর্যন্ত আজ পরিবারের কোনো সদস্য পরলোকগমন করলে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সর্বশেষ ২০২২ সালে এখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে রানী ইন্দ্রানী দেবীর। রাজবাড়ীর এই শ্মশান ভূমিতে রয়েছে মোট তিনটি মন্দির। একটি শ্মশানকালীর, একটি দেবাদীদেব মহাদেবের এবং অপর আরেকটি বিষ্ণুর অনন্ত শয্যার।
advertisement
5/7
মহিষাদল রাজবাড়ির এই কালীপুজো মূলত বৈষ্ণব মতে হয়। উল্লেখযোগ্যভাবে এখানে দেবী কালীর পুজোর শুরুর আগে পুজো পান লক্ষ্মী- নারায়ণ। সারারাত পুজো দেখতে অধীর আগ্রহে বসে থাকেন গ্রামের মানুষজন। দেবী কালীর ভোগে প্রায়ই আলুভাতে দেওয়ারও রীতি রয়েছে। কালীপুজার দিন রাজবাড়ীর তরফ থেকে রান্না করে নানা ধরনের পদ এনে ভোগে দেওয়া হয়। (ছবি ও তথ্য: সৈকত শী)
মহিষাদল রাজবাড়ির এই কালীপুজো মূলত বৈষ্ণব মতে হয়। উল্লেখযোগ্যভাবে এখানে দেবী কালীর পুজোর শুরুর আগে পুজো পান লক্ষ্মী- নারায়ণ। সারারাত পুজো দেখতে অধীর আগ্রহে বসে থাকেন গ্রামের মানুষজন। দেবী কালীর ভোগে প্রায়ই আলুভাতে দেওয়ারও রীতি রয়েছে। কালীপুজার দিন রাজবাড়ীর তরফ থেকে রান্না করে নানা ধরনের পদ এনে ভোগে দেওয়া হয়।
advertisement
6/7
রাজ পরিবারের সদস্য রুদ্রপ্রসাদ গর্গ বলেন, “আমাদের পুজোর বিশেষত্ব হল এখানে বৈষ্ণব মতে পুজো হয়। এ বছরও কালীপুজোর দিন বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে। আমরা নিজেরাও উপস্থিত থাকি এই পুজোয়।” (ছবি ও তথ্য: সৈকত শী)
রাজ পরিবারের সদস্য রুদ্রপ্রসাদ গর্গ বলেন, “আমাদের পুজোর বিশেষত্ব হল এখানে বৈষ্ণব মতে পুজো হয়। এ বছরও কালীপুজোর দিন বিশেষ ভোগের ব্যবস্থা থাকছে। আমরা নিজেরাও উপস্থিত থাকি এই পুজোয়।”
advertisement
7/7
মহিষাদল রাজবাড়ির প্রাচীন এই কালী মন্দিরে প্রতিদিন ব্রাহ্মণ এসে দুপুরে এবং সন্ধ্যায় পুজো করে এই মন্দিরে। দুপুরে ভোগ দেওয়া হয়। কালীপুজোর দিন বিশেষ পুজোর আয়োজন থাকে প্রতিবছর। রাজবাড়ির দুর্গাপুজোর পাশাপাশি এই কালীপুজোও নিয়ম-নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে বছরের পর বছর। (ছবি ও তথ্য: সৈকত শী)
মহিষাদল রাজবাড়ির প্রাচীন এই কালী মন্দিরে প্রতিদিন ব্রাহ্মণ এসে দুপুরে এবং সন্ধ্যায় পুজো করে এই মন্দিরে। দুপুরে ভোগ দেওয়া হয়। কালীপুজোর দিন বিশেষ পুজোর আয়োজন থাকে প্রতিবছর। রাজবাড়ির দুর্গাপুজোর পাশাপাশি এই কালীপুজোও নিয়ম-নিষ্ঠার সঙ্গে হয়ে আসছে বছরের পর বছর।
advertisement
advertisement
advertisement