Jamai Sasthi 2025 Ilish Price: চওড়া পেট, চকচকে রঙ, দামও কম! জামাইষষ্ঠীর মুখে বিরাট খবর! রাত পোহালে বাজারে বাজারে ইলিশের বন্যা! কত ওজন, কী দাম? জানুন

Last Updated:
Jamai Sasthi 2025 Ilish Price: চবাজারে ষষ্ঠীর আগেরদিন এবং দিন ইলিশের দাম থাকবে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। ৫০০ গ্রাম থেকে শুরু করে ২ কেজি সাইজের ইলিশ বাজারে মিলবে।
1/6
*চলছে ব্যান পিরিয়ড। এই সময় সমুদ্রে মাছ ধরতে যান না মৎস্যজীবীরা। কিন্তু সেই ব্যান পিরিয়ডের কোনও প্রভাব কোনওভাবেই পড়বে না জামাইষষ্ঠীর দিন।
*চলছে ব্যান পিরিয়ড। এই সময় সমুদ্রে মাছ ধরতে যান না মৎস্যজীবীরা। কিন্তু সেই ব্যান পিরিয়ডের কোনও প্রভাব কোনওভাবেই পড়বে না জামাইষষ্ঠীর দিন।
advertisement
2/6
*জামাইষষ্ঠীর কথা ভেবে আগে থেকেই ইলিশ হিমঘরে রাখা ছিল। সেই ইলিশ‌ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। জামাইষষ্ঠীর আগেই ডায়মন্ড-হারবার, কাকদ্বীপের বাজার থেকে মিলবে সেই চওড়া পেট, উজ্জ্বল রঙা ইলিশ।
*জামাইষষ্ঠীর কথা ভেবে আগে থেকেই ইলিশ হিমঘরে রাখা ছিল। সেই ইলিশ‌ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। জামাইষষ্ঠীর আগেই ডায়মন্ড-হারবার, কাকদ্বীপের বাজার থেকে মিলবে সেই চওড়া পেট, উজ্জ্বল রঙা ইলিশ।
advertisement
3/6
*মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে সতীনাথ পাত্র জানিয়েছেন,
*মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে সতীনাথ পাত্র জানিয়েছেন, "জামাইয়ের জন্য ইলিশ রাখা আছে। ষষ্ঠীর দিন জামাইয়ের ভুরিভোজের কোনও ত্রুটি হবে না। ষষ্ঠীর দিন মনভরে মেয়ে-জামাইকে ইলিশ রেঁধে খাওয়ানোর সুযোগ পাবেন শ্বশুর-শাশুড়িরা।"
advertisement
4/6
*বাজারে ষষ্ঠীর আগেরদিন এবং দিন ইলিশের দাম থাকবে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। ৫০০ গ্রাম থেকে শুরু করে ২ কেজি সাইজের ইলিশ বাজারে মিলবে।
*বাজারে ষষ্ঠীর আগেরদিন এবং দিন ইলিশের দাম থাকবে ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে। ৫০০ গ্রাম থেকে শুরু করে ২ কেজি সাইজের ইলিশ বাজারে মিলবে।
advertisement
5/6
*বিগত বেশ কয়েকবছর থেকে শিক্ষা নিয়ে জামাইষষ্ঠীর জন্য আগে থেকেই ইলিশ সংরক্ষণ শুরু করেছিল মৎস্যজীবীরা। যার ফল মিলবে এবারে। জামাইয়ের পাতে পড়বে ইলিশ, মুখে থাকবে চওড়া হাসি।
*বিগত বেশ কয়েকবছর থেকে শিক্ষা নিয়ে জামাইষষ্ঠীর জন্য আগে থেকেই ইলিশ সংরক্ষণ শুরু করেছিল মৎস্যজীবীরা। যার ফল মিলবে এবারে। জামাইয়ের পাতে পড়বে ইলিশ, মুখে থাকবে চওড়া হাসি।
advertisement
6/6
*ইলিশের জন্য বাংলাদেশ, মায়ানমারের অপেক্ষা না করলেও হবে। এখানে পর্যাপ্ত ইলিশ রয়েছে। দামও থাকছে সাধ্যের মধ্যেই।
*ইলিশের জন্য বাংলাদেশ, মায়ানমারের অপেক্ষা না করলেও হবে। এখানে পর্যাপ্ত ইলিশ রয়েছে। দামও থাকছে সাধ্যের মধ্যেই।
advertisement
advertisement
advertisement