Jamai Sasthi 2025: জামাইষষ্ঠী চলেই এল! মেয়ে-জামাইকে দিন অভিবন এই উপহার, আনন্দ ধরে রাখা যাবে না

Last Updated:
Jamai Sasthi 2025: ম্যাচিং পাঞ্জাবি আর শাড়িতে ষষ্ঠী হয়ে উঠুক বিশেষ। মেয়ে-জামাইয়ের হাতে উপহারে তুলে দিতে পারেন নতুন ধরনের ফ্যাশনেবেল একই রং এবং একই প্যাটার্নের ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি।
1/6
জামাইষষ্ঠীর আগে কী উপহার দেবেন মেয়ে জামাইকে ভাবছেন! তবে এবার অভিনব কিছু দিতেই পারেন।
জামাইষষ্ঠীর আগে কী উপহার দেবেন মেয়ে জামাইকে ভাবছেন! তবে এবার অভিনব কিছু দিতেই পারেন।
advertisement
2/6
ম্যাচিং পাঞ্জাবি আর শাড়িতে ষষ্ঠী হয়ে উঠুক বিশেষ। মেয়ে-জামাইয়ের হাতে উপহারে তুলে দিতে পারেন নতুন ধরনের ফ্যাশনেবেল একই রং এবং একই প্যাটার্নের ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি।
ম্যাচিং পাঞ্জাবি আর শাড়িতে ষষ্ঠী হয়ে উঠুক বিশেষ। মেয়ে-জামাইয়ের হাতে উপহারে তুলে দিতে পারেন নতুন ধরনের ফ্যাশনেবেল একই রং এবং একই প্যাটার্নের ম্যাচিং পাঞ্জাবি এবং শাড়ি।
advertisement
3/6
ট্রেন্ডিং এই এক রঙের পোশাকেই সাজুক জামাই-বউমার জুটি। সব বয়সের জন্যই রয়েছে বিশেষ কালেকশন।
ট্রেন্ডিং এই এক রঙের পোশাকেই সাজুক জামাই-বউমার জুটি। সব বয়সের জন্যই রয়েছে বিশেষ কালেকশন।
advertisement
4/6
জেলার জনপ্রিয় বুটিক সায়ন্তী ক্রিয়েশন নিয়ে এসেছে জামাইষষ্ঠী স্পেশ্যাল পাঞ্জাবি ও শাড়ির ম্যাচিং গিফট সেট। যেখানে পাঞ্জাবি শুরু মাত্র ৬০০-৭০০ থেকে থেকে আর নজর কারা শাড়ি মাত্র মিলছে মাত্র ১৫০০ টাকা থেকে।
জেলার জনপ্রিয় বুটিক সায়ন্তী ক্রিয়েশন নিয়ে এসেছে জামাইষষ্ঠী স্পেশ্যাল পাঞ্জাবি ও শাড়ির ম্যাচিং গিফট সেট। যেখানে পাঞ্জাবি শুরু মাত্র ৬০০-৭০০ থেকে থেকে আর নজর কারা শাড়ি মাত্র মিলছে মাত্র ১৫০০ টাকা থেকে।
advertisement
5/6
জামাইষষ্ঠীর আগে তাই ক্রেতাদের ভিড় লেগে আছে এই দোকানে। জামাই মেয়েকে উপহার দেওয়ার জন্য কাস্টোমাইজ ডিজাইনও করে দেওয়া হচ্ছে ক্রেতাদের চাহিদা মতো।
জামাইষষ্ঠীর আগে তাই ক্রেতাদের ভিড় লেগে আছে এই দোকানে। জামাই মেয়েকে উপহার দেওয়ার জন্য কাস্টোমাইজ ডিজাইনও করে দেওয়া হচ্ছে ক্রেতাদের চাহিদা মতো।
advertisement
6/6
তাই আপনিও এবার জামাইষষ্ঠীর উপহারে ভেবে দেখতে পারেন পছন্দের রঙে। ম্যাচিং জামাই-বউমার পোশাকে জমে যাবে জামাইষষ্ঠী।
তাই আপনিও এবার জামাইষষ্ঠীর উপহারে ভেবে দেখতে পারেন পছন্দের রঙে। ম্যাচিং জামাই-বউমার পোশাকে জমে যাবে জামাইষষ্ঠী।
advertisement
advertisement
advertisement