Jamai Sasthi 2024 Market Price: জামাইকে কী খাওয়াবেন? বাজারে সবজি-ফলের দাম আগুন! মাছ-মাংসও ছোঁয়া দায়, কত যাচ্ছে দাম?
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Jamai Sasthi 2024 Market Price: জামাইষষ্ঠীর বাজারে দামে আগুন, পকেট পুড়বে আম আদমির। সবজি-ফল-মাছ-মাংসের দাম কত উঠল?
advertisement
advertisement
এখন বাজারে যে সমস্ত ফল বিক্রি হচ্ছে তার দামই বা কত রয়েছে? চলুন এই বিষয়ে ফল বিক্রেতারা কী বলছেন দেখে নেওয়া যাক। পরেশনাথ মুখোপাধ্যায় নামের এক ফল বিক্রেতা বলেন, "আপেল ২০০ টাকা কেজি, আঙুর ১৪০ টাকা কেজি, বেদানা ২০০ টাকা কেজি, আম ৮০ টাকা কেজি, মুসাম্বি লেবু ১৫ টাকা পিস। হিমসাগর আম ৮০ টাকা কেজি। তবে ফলন কম হওয়ার জন্য এবছর জামাইষষ্ঠীতে ১২০ টাকারও বেশি কেজি হতে পারে আম। শুধু আম নয় অন্যান্য ফলের দামও বাড়বে বেশ কিছুটা।"
advertisement
advertisement
advertisement
ফলের বাজারের পাশাপাশি জামাইষষ্ঠীতে সবজি বাজারেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন সবজি বাজার ঘুরে সবজি বিক্রেতাদের কাছে জানা গিয়েছে, এখন সবজি বাজারে গাজর বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি হিসেবে, বেগুন ৬০ টাকা, কাঁকরোল, কাঁচা লঙ্কা ৮০ টাকা, ভেন্ডি ২০ টাকা, পটল, বাঁধাকপি ৩০ টাকা, পুঁই শাক ২০ থেকে ২৫ টাকা, ধনেপাতা ২০০ টাকা, আলু ২৮ টাকা, টমেটো ৫০ টাকা কেজি এবং মোচা কুড়ি টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে।
advertisement
advertisement