International Women's Day: নারী দিবসে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের অবাক করা কাণ্ড!

Last Updated:
International Women's Day: নারী দিবসে আমতা আওড়গাছি  প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা অভিনব ভাবে পালন করল, ডাক্তার কেউ মহাকাশচারী কেউ সেনাবাহিনী কেউ আবার আইনজীবী
1/5
অভিনব নারী দিবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নারী হিসেবে প্রতিষ্ঠিত হবার ইচ্ছার সাজে ছাত্রীরা। কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ সেনাবাহিনী কেউ আবার মহাকাশচারী।
অভিনব নারী দিবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নারী হিসেবে প্রতিষ্ঠিত হবার ইচ্ছার সাজে ছাত্রীরা। কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ সেনাবাহিনী কেউ আবার মহাকাশচারী।
advertisement
2/5
বর্তমান এই সময়ে পুরুষদের সঙ্গে সমানে সমান মহিলারা। শিক্ষিকা থেকে চিকিৎসক মহাকাশচারী থেকে সেনাবাহিনীতে কর্মরত মহিলারা। ছোট্ট স্কুল পড়ুয়া বালিকারা স্বপ্ন দেখছে প্রতিষ্ঠিত হবার। সেই স্বপ্নকে সামনে রেখেই নানা সাজে বিদ্যালয়ের ছাত্রীরা।
বর্তমান এই সময়ে পুরুষদের সঙ্গে সমানে সমান মহিলারা। শিক্ষিকা থেকে চিকিৎসক মহাকাশচারী থেকে সেনাবাহিনীতে কর্মরত মহিলারা। ছোট্ট স্কুল পড়ুয়া বালিকারা স্বপ্ন দেখছে প্রতিষ্ঠিত হবার। সেই স্বপ্নকে সামনে রেখেই নানা সাজে বিদ্যালয়ের ছাত্রীরা।
advertisement
3/5
৮ই মার্চ নারী দিবস পালিত হচ্ছে সর্বত্র। এদিন অভিনব উদ্যোগ দেখা গেল আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। অভিনব অনুষ্ঠানের নাম
৮ই মার্চ নারী দিবস পালিত হচ্ছে সর্বত্র। এদিন অভিনব উদ্যোগ দেখা গেল আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। অভিনব অনুষ্ঠানের নাম "আমি নারী,আমি সব কিছুই পারি"। এই বিশেষ দিনে দারুণভাবে উৎসাহিত ছাত্রীরা।
advertisement
4/5
বিদ্যালয়ের বালিকারা কেউ সাজে ডাক্তার, কেউ উকিল , কেউ পুলিশ, কেউ মহাকাশচারী, কেউ শিক্ষিকা, অধ্যাপিকা বা নার্স। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন -
বিদ্যালয়ের বালিকারা কেউ সাজে ডাক্তার, কেউ উকিল , কেউ পুলিশ, কেউ মহাকাশচারী, কেউ শিক্ষিকা, অধ্যাপিকা বা নার্স। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন - "এই বিদ্যালয় পিছিয়ে পড়া এলাকায় অবস্থিত। এখানকার মেয়েদের মনে স্বপ্ন দেখানো ও উচ্চাকাঙ্ক্ষার বীজ বপন করার লক্ষ্যে এই ভাবে নারী দিবস উদযাপনের পরিকল্পনা।
advertisement
5/5
মহাকাশচারিণী সেজে মৌপ্রিয়া সাঁতরা, ডাক্তার সেজে অমৃতা সিং, উকিল সেজে রিমি ভুঁইয়া, মিলিটারী সেজে মিলি আদক, শিক্ষিকা সেজে তুলি আদক খুব খুশি।বড় হয়ে তারা এসবই হতে চায় বলে জানাল তারা। নারী দিবসের তাৎপর্য এবং লিঙ্গবৈষম্য দূরীকরণ বিষয়ে আলোচনা করেন করেন শিক্ষক সৌমেন মন্ডল, শিক্ষিকা পুষ্পিতা পাল। ছিল আকর্ষণীয় নারী-কুইজ। কয়েক জন ছাত্রী আবৃত্তি ও নৃত্যে অংশ নেয়।
মহাকাশচারিণী সেজে মৌপ্রিয়া সাঁতরা, ডাক্তার সেজে অমৃতা সিং, উকিল সেজে রিমি ভুঁইয়া, মিলিটারী সেজে মিলি আদক, শিক্ষিকা সেজে তুলি আদক খুব খুশি।বড় হয়ে তারা এসবই হতে চায় বলে জানাল তারা। নারী দিবসের তাৎপর্য এবং লিঙ্গবৈষম্য দূরীকরণ বিষয়ে আলোচনা করেন করেন শিক্ষক সৌমেন মন্ডল, শিক্ষিকা পুষ্পিতা পাল। ছিল আকর্ষণীয় নারী-কুইজ। কয়েক জন ছাত্রী আবৃত্তি ও নৃত্যে অংশ নেয়
advertisement
advertisement
advertisement