Indian Railways Huge Earning: পুজো শেষের উইকএন্ডে রেলের বাম্পার লক্ষ্মীলাভ, একটা স্টেশন থেকেই উঠল এত্ত টাকা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Railways Huge Earning: ছুটির দিনে লক্ষ্মী লাভ রেলের, মোটা অঙ্কের জরিমানা, কাদের থেকে জানুন
খড়গপুর: রবিবার, অফিস ছুটি। সকলের প্রায় অফ ডে। তবে এটা ভেবে ভুল করবেন না। রেলের কিন্তু ছুটি নেই। ট্রেনে যাতায়াত করতে গেলে আপনাকে কাটতে হবে টিকিট। নয়তো আপনার সামনে দাঁড়িয়ে আছে বিপদ। বিনা টিকটেই যাত্রা করলে এবার গুনতে হবে গাঁটের কড়ি। তাই সপ্তাহের ছটা দিন টিকিট কাটলেও আরেকটি দিন অবশ্যই টিকিট কেটে যাত্রা করবেন। Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেলের এক আধিকারিক মন্তব্য করেছেন, নির্দিষ্ট গন্তব্যে যেতে গেলে অবশ্যই প্রয়োজনীয় ভাড়া দিয়ে যাতায়াত করা প্রয়োজন। নয়তো যেকোনও সময় ঘটতে পারে সমস্যা। বিভিন্ন স্টেশনের পাশাপাশি চলন্ত ট্রেনে নজরদারি চালান হচ্ছে। সম্প্রতি একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়েছে রেল। আগামীতেও এই অভিযান চলবে বলে জানান হয়েছে রেলের তরফে।