Indian Railways Huge Earning: পুজো শেষের উইকএন্ডে রেলের বাম্পার লক্ষ্মীলাভ, একটা স্টেশন থেকেই উঠল এত্ত টাকা

Last Updated:
Indian Railways Huge Earning: ছুটির দিনে লক্ষ্মী লাভ রেলের, মোটা অঙ্কের জরিমানা, কাদের থেকে জানুন
1/6
খড়গপুর: রবিবার, অফিস ছুটি। সকলের প্রায় অফ ডে। তবে এটা ভেবে ভুল করবেন না। রেলের কিন্তু ছুটি নেই। ট্রেনে যাতায়াত করতে গেলে আপনাকে কাটতে হবে টিকিট। নয়তো আপনার সামনে দাঁড়িয়ে আছে বিপদ। বিনা টিকটেই যাত্রা করলে এবার গুনতে হবে গাঁটের কড়ি। তাই সপ্তাহের ছটা দিন টিকিট কাটলেও আরেকটি দিন অবশ্যই টিকিট কেটে যাত্রা করবেন। Photo- Representative 
খড়গপুর: রবিবার, অফিস ছুটি। সকলের প্রায় অফ ডে। তবে এটা ভেবে ভুল করবেন না। রেলের কিন্তু ছুটি নেই। ট্রেনে যাতায়াত করতে গেলে আপনাকে কাটতে হবে টিকিট। নয়তো আপনার সামনে দাঁড়িয়ে আছে বিপদ। বিনা টিকটেই যাত্রা করলে এবার গুনতে হবে গাঁটের কড়ি। তাই সপ্তাহের ছটা দিন টিকিট কাটলেও আরেকটি দিন অবশ্যই টিকিট কেটে যাত্রা করবেন। Photo- Representative
advertisement
2/6
রবিবার সারাদিন অভিযান চালিয়ে খড়গপুর ডিভিশন প্রায় দেড় লক্ষ টাকারও বেশি রোজগার করেছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় টিকিট পরীক্ষকেরা। বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের জরিমানা করে দেড় লক্ষ টাকারও বেশি আয় করেছে দক্ষিণ-পূর্ব রেল।
রবিবার সারাদিন অভিযান চালিয়ে খড়গপুর ডিভিশন প্রায় দেড় লক্ষ টাকারও বেশি রোজগার করেছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় টিকিট পরীক্ষকেরা। বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের জরিমানা করে দেড় লক্ষ টাকারও বেশি আয় করেছে দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
3/6
রবিবার সকাল থেকে সন্ধ্যা অবধি খড়্গপুর ডিভিশনের খড়্গপুর-বালেশ্বর, খড়গপুর-টাটা এবং খড়গপুর-হাওড়া লাইনের একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অভিযান চালায় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের একাধিক টিকিট পরীক্ষকেরা। তাদের অভিযানে ছাড় যায়নি কেউ।
রবিবার সকাল থেকে সন্ধ্যা অবধি খড়্গপুর ডিভিশনের খড়্গপুর-বালেশ্বর, খড়গপুর-টাটা এবং খড়গপুর-হাওড়া লাইনের একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অভিযান চালায় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের একাধিক টিকিট পরীক্ষকেরা। তাদের অভিযানে ছাড় যায়নি কেউ।
advertisement
4/6
বিনা টিকিট ও অবৈধ টিকিটের যাত্রীদের 'ফাইন' করেন টিকিট পরীক্ষকরা। এদিন অভিযান চালিয়ে ২৭৯ জন বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৫৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিনা টিকিট ও অবৈধ টিকিটের যাত্রীদের 'ফাইন' করেন টিকিট পরীক্ষকরা। এদিন অভিযান চালিয়ে ২৭৯ জন বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে মোট ১ লক্ষ ৫৭ হাজার ৫৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
advertisement
5/6
প্রসঙ্গত এর আগে বেশ কয়েকবার সপ্তাহের এই ছুটির দিনে অভিযান চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা উপার্জন করেছে রেল। বিনা টিকিট, অনিয়মিত টিকিট কিংবা অবৈধ টিকিটের যাতায়াতকারী যাত্রীদের থেকে এই জরিমানা আদায় করেছে রেল।
প্রসঙ্গত এর আগে বেশ কয়েকবার সপ্তাহের এই ছুটির দিনে অভিযান চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা উপার্জন করেছে রেল। বিনা টিকিট, অনিয়মিত টিকিট কিংবা অবৈধ টিকিটের যাতায়াতকারী যাত্রীদের থেকে এই জরিমানা আদায় করেছে রেল।
advertisement
6/6
রেলের এক আধিকারিক মন্তব্য করেছেন, নির্দিষ্ট গন্তব্যে যেতে গেলে অবশ্যই প্রয়োজনীয় ভাড়া দিয়ে যাতায়াত করা প্রয়োজন। নয়তো যেকোনও সময় ঘটতে পারে সমস্যা। বিভিন্ন স্টেশনের পাশাপাশি চলন্ত ট্রেনে নজরদারি চালান হচ্ছে। সম্প্রতি একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়েছে রেল। আগামীতেও এই অভিযান চলবে বলে জানান হয়েছে রেলের তরফে।
রেলের এক আধিকারিক মন্তব্য করেছেন, নির্দিষ্ট গন্তব্যে যেতে গেলে অবশ্যই প্রয়োজনীয় ভাড়া দিয়ে যাতায়াত করা প্রয়োজন। নয়তো যেকোনও সময় ঘটতে পারে সমস্যা। বিভিন্ন স্টেশনের পাশাপাশি চলন্ত ট্রেনে নজরদারি চালান হচ্ছে। সম্প্রতি একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়েছে রেল। আগামীতেও এই অভিযান চলবে বলে জানান হয়েছে রেলের তরফে।
advertisement
advertisement
advertisement