Rail: বিশ্বকর্মা পুজোর আগে রেলের বিরাট উপহার! রবিবার থেকেই ছুটবে নয়া বন্দে ভারত! কোন কোন স্টেশনে দাঁড়াবে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Rail: ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। অন্যদিকে, দেওঘর বারাণসীর মধ্যে আরও একটি বন্দে ভারত পথচলা শুরু করছে একইদিনে।
*বিশ্বকর্মা পুজোর আগেই বড় সুখবর দিল রেল। জল্পনা চলছিল সেই জল্পনা সত্যি করে পূর্ব রেলের তরফে করা হয়েছে ঘোষণা। আসানসোল ডিভিশন পাচ্ছে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। আগামিকাল রবিবার ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। অন্যদিকে, দেওঘর বারাণসীর মধ্যে আরও একটি বন্দে ভারত পথচলা শুরু করছে একইদিনে। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়বে সকাল ৬:৫০ মিনিটে, গয়া স্টেশন পৌঁছবে দুপুর সাড়ে বারোটা নাগাদ। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনটি দুর্গাপুর পৌঁছবে ৮:২৮ মিনিটে, আসানসোল পৌঁছবে ৮:৫৩ মিনিটে। ধানবাদ, পরেশনাথ এবং কোডারমা স্টেশনে স্টপেজ দেবে। আবার দুপুর ৩:১৫ মিনিটে গয়া স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই বন্দে ভারত। আসানসোল স্টেশন পৌঁছবে সন্ধে ৬:৪৮ মিনিটে। দুর্গাপুরে নির্ধারিত সময় সন্ধে ৭:১১ মিনিট। এই ট্রেনটি হাওড়া পৌঁছবে রাত ৯টা ৫ মিনিটে। সংগৃহীত ছবি।
advertisement
*দেওঘর-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসেরও নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে পূর্ব রেল। সকাল ৬:২০ মিনিটে এই বন্দে ভারত এক্সপ্রেস বারাণসী স্টেশন ছাড়বে। পথে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, সাসারাম, কিউল, জসিডির মতো স্টেশনে স্টপেজ দেবে। এরপর দেওঘর স্টেশন পৌঁছবে দুপুর ১:৪০ মিনিটে। অন্যদিকে, ট্রেন থেকে আবার দুপুর ৩:১৫ মিনিটে দেওঘর স্টেশন থেকে ছাড়বে। নির্ধারিত স্টেশনগুলিতে স্টপেজ দিয়ে বারাণসী পৌঁছবে রাত ১০:৩০ মিনিটে। সংগৃহীত ছবি।
advertisement
*রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে এই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সবুজ পতাকা দেখাবেন। হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস স্টপেজ দেবে রামপুরহাট এবং শান্তিনিকেতন স্টেশনে। ফলে বোলপুর এবং তারাপীঠ যারা ঘুরতে যাবেন, তাদের এই নতুন ট্রেন চালু হওয়ার ফলে অনেক সুবিধা হবে। সংগৃহীত ছবি।
advertisement