IMD Weather Update: হাতে আর সময় নেই...কিছুক্ষণেই ধেয়ে আসছে তুমুল বৃষ্টি! রাতে ঠিকঠাক বাড়ি ফিরতে পারবেন তো? হলুদ সর্তকতা জারি
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
IMD Weather Update: কলকাতা, দিঘা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় টানা কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
advertisement
advertisement
*আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ২১ অগাস্ট বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রপাতের সর্তকতা।
advertisement
*বৃহস্পতিবার বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। ২১ আগস্ট বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
advertisement
*দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সর্তকতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর সর্বত্রই আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি চলছে। দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা।
advertisement
*বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী। আজ বৃহস্পতিবার দিঘা-সহ জেলায় আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি সেইসঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের হলুদ সতর্কতা জারি দিঘা-সহ জেলায়। সোমবার হোক বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দিঘায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*আজ বৃহস্পতিবার দুপুর গড়াতেই তুমুল বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ শহরতলিতে। দু'ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কলকাতার কিছু অংশে। কলকাতা পুরসভার দেওয়া হিসাব অনুযায়ী বালিগঞ্জে দুপুর এক'টা থেকে তিন'টের মধ্যে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই একই সময়ে যোধপুরপার্কে হয়েছে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত।
advertisement
*তপসিয়ায় ৯৩ মিলিমিটার, গড়িয়ার কামডহরিতে ৬৭ মিলিমিটার, চেতলায় ৬২ মিলিমিটার, ধাপা এবং দক্ষিণের কুদঘাটে ৬১ মিলিমিটার, কালীঘাটে ৫৭ মিলিমিটার, চিংড়িহাটায় ৪৯ মিলিমিটার এবং তারাতলায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় জলমগ্ন। দক্ষিণ কলকাতায় বেশ কিছু রাস্তায় এক ঘণ্টার বৃষ্টিতেই জমে যায় প্রচুর জল।









