West Medinipur News: স্বাধীনতা দিবসের দিন পিছু ছাড়ল না দুর্যোগ, জেলায় জেলায় বৃষ্টি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
সকাল থেকে জেলায় জেলায় বদলে গেল আবহাওয়া, ঝেঁপে নামল বৃষ্টি, জেলায় কেমন আবহাওয়া?
পশ্চিম মেদিনীপুর: স্বাধীনতা দিবসের দিন পিছু ছাড়ল না দুর্যোগ। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি গোটা জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস মতই গোটা দিন বৃষ্টি হবে জেলা জুড়ে। কখনও বৃষ্টি আবার কখনও রোদ ঝলমলে আবহাওয়া বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বেশ ভ্যাপসা গরম দুই জেলায়। কত দিনের তুলনায় তাপমাত্রার হেরফের না হলেও জেলা জুড়ে বেশ ঘর্মাক্ত পরিবেশ এদিন। বৃহস্পতিবার প্রবল জলোচ্ছ্বাসের সাক্ষী থেকেছে সৈকত নগরী দিঘা। তবে শুক্রবারও ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জেলা জুড়ে। সপ্তাহের শেষেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে, স্থানীয় হাওয়া অফিস।
advertisement
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুক্রবার সারাদিন বৃষ্টি হবে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভদ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। শুধু তাই নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম থাকবে দুই জেলায়। শুধু তাই নয় শুক্রবারের পর শনিবারও বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে।
advertisement
advertisement
advertisement