দাম ৫০০ থেকে ৮০০ টাকা...! বর্ষা না আসতেই বাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ, ওজন কত? আসছে কোথা থেকে?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Ilish: দাম ৫০০ থেকে ৮০০ টাকা। ওই ছোট ইলিশগুলিই কাঁথি, পিছাবনি, বালিসাই, দিঘা, রামনগর, এগরার মত বিভিন্ন অঞ্চলের বাজারে চোরাগোপ্তা পৌঁছেছে পাইকারদের হাত ধরে। আর এতেই প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।
advertisement
advertisement
মৎস্যজীবীরা বলছেন, 'ব্যান পিরিয়ডে টাটকা ইলিশের অভাবে হিমায়িত ইলিশের উপর নির্ভর করতে হয়, যা অনেকেরই অপছন্দ। এই সুযোগে পাইকাররা আগাম টাকা দিয়ে টাটকা ইলিশের জোগান নিশ্চিত করে।' শঙ্করপুরের এক মৎস্যজীবী স্পষ্টতই স্বীকার করেছেন, লাভের আশায় তাঁরা নৌকা ও জাল নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়েন। কিন্তু তাঁরা বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না যে এতে তাদেরই ক্ষতি হচ্ছে।
advertisement
advertisement
advertisement
মৎস্যজীবীদের কথায়, নিষিদ্ধ ইলিশের এই চোরাচালান ও কালোবাজারি সমুদ্ররানি ইলিশের অস্তিত্বের জন্য সত্যিই আশঙ্কার। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক দেবাশীষ শ্যামল জানান, "অসময়ে এই খোকা ইলিশ ধরার প্রবণতা মূলত বিপদে ফেলছে মৎস্যজীবীরা নিজেদেরই। কারণ মাছের প্রজনন ও বংশবিস্তার না হলে রুজি রোজগার হারাবেন মৎস্যজীবীরা। তবে এক্ষেত্রে সরকারকে আরও সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। এই সময়ে মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ করতে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষিত টাকা পৌঁছে দিতে হবে।"
advertisement
advertisement
