Ilish Price: জালে উঠবে টন টন চওড়া পেটের ইলিশ! চওড়া পেটির রূপালি শস্যের দাম কমবে হুড়মুড়িয়ে, এল সুখবর...

Last Updated:
Ilish Price: বর্তমানে পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। ফলে ব্যাপক পরিমাণ ইলিশ উঠে আসবে বলে আশাবাদী দিঘার মৎস্যজীবীরা! বুধবার ও বৃহস্পতিবার সামান্য পরিমাণ ইলিশ উঠেছে দিঘা মোহনায়।
1/6
পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টিকে ইলিশ মাছের দোসর বলা হয়। কারণ এই ধরনের আবহাওয়াতেই প্রচুর পরিমাণ ইলিশ উঠে আসে। বর্তমানে পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। ফলে ব্যাপক পরিমাণ ইলিশ উঠে আসবে বলে আশাবাদী দিঘার মৎস্যজীবীরা।
পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টিকে ইলিশ মাছের দোসর বলা হয়। কারণ এই ধরনের আবহাওয়াতেই প্রচুর পরিমাণ ইলিশ উঠে আসে। বর্তমানে পূবালী হাওয়া ও ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। ফলে ব্যাপক পরিমাণ ইলিশ উঠে আসবে বলে আশাবাদী দিঘার মৎস্যজীবীরা।
advertisement
2/6
ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়ার সঙ্গে ইলশে গুঁড়ি বৃষ্টি হওয়ায় ইলিশ দেখা মিলল দিঘা মোহনাতে। মৎস্যজীবিরা আশা প্রকাশ করেছেন এরপর ব্যাপকহারে ইলিশ দেখা মিলতে পারে দিঘা মোহনাতে।
ইলিশের অনুকূল পরিবেশ অর্থাৎ পূবালী হাওয়ার সঙ্গে ইলশে গুঁড়ি বৃষ্টি দুটোই হওয়ার ফলে ইলিশ দেখা মিলল দিঘা মোহনাতে। বুধবার ও বৃহস্পতিবার সামান্য পরিমাণ ইলিশ উঠেছে দিঘা মোহনায়। আবহাওয়া অনুকূলে থাকায় মাছ ধরার ট্রলার পাড়ি দিয়েছে সমুদ্রে। ফলে আরও ইলিশ উঠে আসবে এমনটাই আশা করছি দিঘার মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা।
advertisement
3/6
শেষ কয়েক বছরের তুলনায়, চলতি মাছ ধরার মরশুমে ভাল পরিমান ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকা ও ভুটভুটিতে। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ইলিশের যোগান ছিল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। কিন্তু তারপরে ধীরে ধীরে প্রাকৃতিক দুর্যোগের কারণে কমতে ইলিশের যোগান।
শেষ কয়েক বছরের তুলনায়, চলতি মাছ ধরার মরশুমে ভাল পরিমান ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকা ও ভুটভুটিতে। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ইলিশের যোগান ছিল দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। কিন্তু তারপরে ধীরে ধীরে প্রাকৃতিক দুর্যোগের কারণে কমতে ইলিশের যোগান।
advertisement
4/6
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশের যোগান কমে যাওয়ায়, দাম বাড়ে ইলিশের। কিন্তু বর্তমানে আবারও ইলিশ মাছ ধরতে বেরিয়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকো ও ভুটভুটি। সেই সঙ্গে ইলিশ মাছ ধরার উপযুক্ত আবহাওয়া রয়েছে। ফলে উঠে আসবে আবারও বহু পরিমাণ ইলিশ। দাম কিছুটা আবারও নিম্নমুখী হবে, জানান দিঘার মৎস্যজীবীরা।
দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে ইলিশের যোগান কমে যাওয়ায়, দাম বাড়ে ইলিশের। কিন্তু বর্তমানে আবারও ইলিশ মাছ ধরতে বেরিয়েছে মৎস্যজীবীদের ট্রলার নৌকো ও ভুটভুটি। সেই সঙ্গে ইলিশ মাছ ধরার উপযুক্ত আবহাওয়া রয়েছে। ফলে উঠে আসবে আবারও বহু পরিমাণ ইলিশ। দাম কিছুটা আবারও নিম্নমুখী হবে, জানান দিঘার মৎস্যজীবীরা।
advertisement
5/6
দিঘা মোহনা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্যামসুন্দর দাস। তিনি জানান, ''মাছ ধরার মরশুম শুরু দিক থেকেই ইলিশের যোগান মিলেছে। মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে যেতে পারেনি মৎস্যজীবীদের ট্রলার নৌকো ও ভুটভুটি। গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার। সেই সঙ্গে পূবালী হাওয়া ও ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আশা করা যায় আরও ইলিশ উঠে আসবে।
দিঘা মোহনা ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সম্পাদক শ্যামসুন্দর দাস। তিনি জানান, ''মাছ ধরার মরশুম শুরু দিক থেকেই ইলিশের যোগান মিলেছে। মাঝে প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রে যেতে পারেনি মৎস্যজীবীদের ট্রলার নৌকো ও ভুটভুটি। গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে মৎস্যজীবীদের ট্রলার। সেই সঙ্গে পূবালী হাওয়া ও ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আশা করা যায় আরও ইলিশ উঠে আসবে।'
advertisement
6/6
দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের যোগান কমছে নদী সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ উঠে আসছে মৎস্যজীবীদের জালে। আরও একবার ইলিশ মাছ ধরার অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। মাছে ভাতে সুখে থাকা বাঙালির পাতে আবারও ইলিশের দেখা মিলবে। নতুন করে ইলিশ মাছ উঠে এলে দাম আবারও কমবে, এমনটাই জানাচ্ছেন দিঘার মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। (ছবি ও তথ্য সৈকত শী)
দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের যোগান কমছে নদী সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ উঠে আসছে মৎস্যজীবীদের জালে। আরও একবার ইলিশ মাছ ধরার অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে। মাছে ভাতে সুখে থাকা বাঙালির পাতে আবারও ইলিশের দেখা মিলবে। নতুন করে ইলিশ মাছ উঠে এলে দাম আবারও কমবে, এমনটাই জানাচ্ছেন দিঘার মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা। (ছবি ও তথ্য সৈকত শী)
advertisement
advertisement
advertisement