Ilish or Hilsa Price: বৃষ্টি পড়তেই ইলিশের বন্যা! ১০০ টাকারও কমে মিলছে প্রতি পিস! শনিবার কোন সাইজের মাছের কত দাম হবে?

Last Updated:
Ilish or Hilsa Price: উড়িষ্যা থেকে শুরু করে দিঘার মোহনা, মুম্বই ও গুজরাটের ইলিশ মাছের যোগান এবার যথেষ্ট বেড়েছে। তাই বাঙালির পাতে তাদের প্রিয় ইলিশ মাছটাও খুব সহজেই উঠছে। শুধু তাই নয় ইলিশ মাছ মিলছে ৮০ টাকা ১০০ টাকা প্রতি পিস হিসেবে।
1/8
*হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এবার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনই কেনেননি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
*হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে, মাছে-ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এবার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনই কেনেননি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী। সংগৃহীত ছবি। 
advertisement
2/8
*প্রথমদিকে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি থেকেই একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম আর বাজার-দর। ইলিশেগুঁড়ি বৃষ্টির আর পূবালি হাওয়ার দোসর হয়ে এসেছে ইলিশের জোয়ার। সংগৃহীত ছবি। 
*প্রথমদিকে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি থেকেই একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম আর বাজার-দর। ইলিশেগুঁড়ি বৃষ্টির আর পূবালি হাওয়ার দোসর হয়ে এসেছে ইলিশের জোয়ার। সংগৃহীত ছবি। 
advertisement
3/8
*মৎস্যজীবিদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান বেড়েছে প্রায় পাঁচ গুণ। এমনকি দুই বাংলাতেই বাজারগুলিতে দামও কমেছে ইলিশের। এমনই এক চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন মাছের বাজারে। বাজারে মিলছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায় ইলিশ মাছ প্রতি পিস হিসেবেই। সংগৃহীত ছবি। 
*মৎস্যজীবিদের একাংশের দাবি, এই বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান বেড়েছে প্রায় পাঁচ গুণ। এমনকি দুই বাংলাতেই বাজারগুলিতে দামও কমেছে ইলিশের। এমনই এক চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন মাছের বাজারে। বাজারে মিলছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায় ইলিশ মাছ প্রতি পিস হিসেবেই। সংগৃহীত ছবি। 
advertisement
4/8
*বহরমপুরের মৎস্য ব্যবসায়ীরা জানান, উড়িষ্যা থেকে শুরু করে দিঘার মোহনা, মুম্বই ও গুজরাটের ইলিশ মাছের যোগান এবার যথেষ্ট বেড়েছে। তাই বাঙালির পাতে তাদের প্রিয় ইলিশ মাছটাও খুব সহজেই উঠছে। শুধু তাই নয় ইলিশ মাছ মিলছে ৮০ টাকা ১০০ টাকা প্রতি পিস হিসেবে। যা খোকা ইলিশ নামেই পরিচিত। সংগৃহীত ছবি। 
*বহরমপুরের মৎস্য ব্যবসায়ীরা জানান, উড়িষ্যা থেকে শুরু করে দিঘার মোহনা, মুম্বই ও গুজরাটের ইলিশ মাছের যোগান এবার যথেষ্ট বেড়েছে। তাই বাঙালির পাতে তাদের প্রিয় ইলিশ মাছটাও খুব সহজেই উঠছে। শুধু তাই নয় ইলিশ মাছ মিলছে ৮০ টাকা ১০০ টাকা প্রতি পিস হিসেবে। যা খোকা ইলিশ নামেই পরিচিত। সংগৃহীত ছবি। 
advertisement
5/8
*বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ মিলছে। তবে তার দাম বেশ চড়া। যা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে। সংগৃহীত ছবি। 
*বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ মিলছে। তবে তার দাম বেশ চড়া। যা বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে। সংগৃহীত ছবি। 
advertisement
6/8
*৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। সংগৃহীত ছবি। 
*৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে। সংগৃহীত ছবি। 
advertisement
7/8
*বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা হলেও বাংলাদেশী রূপলি শস্য এলে বাজারে আরও বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। এক ক্রেতা জানিয়েছেন, তাদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, তাই প্রায়ই তাদের মেনুতে এখন ইলিশ। সংগৃহীত ছবি। 
*বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা হলেও বাংলাদেশী রূপলি শস্য এলে বাজারে আরও বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা। এক ক্রেতা জানিয়েছেন, তাদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, তাই প্রায়ই তাদের মেনুতে এখন ইলিশ। সংগৃহীত ছবি। 
advertisement
8/8
*তাই এখন শুধু ইলিশ আর ইলিশ খান। বাকি সব মাছ ভুলে যান। তবে মাত্র ৮০ থেকে ১০০ টাকায় এই মাছ মিলতেই বাজারে ভিড় করছেন ক্রেতারা। সংগৃহীত ছবি।
*তাই এখন শুধু ইলিশ আর ইলিশ খান। বাকি সব মাছ ভুলে যান। তবে মাত্র ৮০ থেকে ১০০ টাকায় এই মাছ মিলতেই বাজারে ভিড় করছেন ক্রেতারা। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement