Ilish: টাটকা ইলিশ খেতে চান? হাতে সময় নেই, বাজার থেকে আজই কিনুন, স্বাদ-গন্ধে মন ভরে যাবে, দাম জানেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ilish Machh: টাটকা ইলিশ খেতে হলে এখনই খান, দেরি করবেন না একেবারেই। অন্তত এমনটাই জানাচ্ছেন মৎস্যজীবীরা। আসলে দুর্গাপুজোর একমাস পর রাস পূর্ণিমা পর্যন্ত চলে ইলিশ ধরার মরশুম।
advertisement
advertisement
advertisement
advertisement
*হাতে রয়েছে একমাস সময়। যদিও এ বছর মাছের বাজার ভাল নয়। তার উপর অসাধু ব্যবসায়ীদের জন্য মাছ আসতে বাধা পাচ্ছে। সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুব একটা ভাল নয় বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা। টাটকা মাছ খেতে হলে এখনই খেয়ে ফেলুন ইলিশ। না হলে পরে দাম দিয়ে কিনতে হবে হিমঘরের মাছ। সংগৃহীত ছবি।
