Ilish: জালে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ! কালীপুজো ও ভাইফোঁটার আগেই বাজারে সুস্বাদু ইলিশ, কত দামে নামতে পারে?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Ilish: ইলিশ প্রেমীদের জন্য সুখবর! কালীপুজো ও ভাইফোঁটার আগেই বাজারে ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে কমবে, যা ভাইয়ের পাতে সস্তার ইলিশ নিশ্চিত করবে।
কালীপুজো ও ভাইফোঁটাতে এবছর মিলবে সস্তার ইলিশ। গোটা মরশুমেই এবছর ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে ছিল। তার উপর এবছর প্রাকৃতিক বিপর্যয় বারবার সমস্যায় ফেলেছে মৎস্যজীবীদের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
তবে এবছর ইলিশ সংরক্ষণ ও প্রজননের জন্য ২ রা অক্টোবর থেকে ১২ ই অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা দিয়েছিল প্রশাসন। ফলে এই কয়েকদিনে ইলিশ কিছুটা হলেও বেড়েছে। সেই মাছ এবার ধরা পড়বে।
advertisement
এবছর এখনও ঝড়-বৃষ্টির আবহাওয়া রয়ে গিয়েছে। ফলে ইলিশ পড়বেই। এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধন ময়রা জানিয়েছেন, ১২ তারিখের পর একাধিক ট্রলার সমুদ্রের দিকে পারি দেবে। ভাইফোঁটার আগেই ফিরে আসবে তারা।
advertisement
সেই ট্রলারগুলি ফিরলে দাম কিছুটা কমবে ইলিশের। এবছর বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ইলিশ ধরার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। কিন্তু এবার আর অসুবিধা হবেনা বলে মনে করছেন মৎস্যজীবীরা।
advertisement
একমাসের মধ্যে ৩ থেকে ৪ বার যাওয়া যায় ট্রিপে। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সেই ট্রিপের সংখ্যা কমে। তবে পরিস্থিতি অনুকূল রয়েছে জালে মাছ আসবেই বলে আশাবাদী তারা।
advertisement