Howrah News: পুজোর আগেই সাফাই কর্মীদের সুখবর! বাড়ল বেতন! হাওড়া পুরসভার দারুণ উদ্যোগ
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: পুজোর আগে সাফাই কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ হাওড়া পুরসভার। একইসঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা।
advertisement
advertisement
advertisement
হাওড়া পৌরসভা এলাকায় নর্দমায় সাফাই কাজে যুক্ত থাকা কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ সরঞ্জাম প্রদান করা হয়। পুরসভার পক্ষ থেকে প্রদান করা নিজেদের সুরক্ষায় ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সেদিক থেকে হাওড়া পুরসভার পক্ষ থেকে নজরদারির কথা জানান, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় কুমার চক্রবর্তী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
সোমবার হাওড়া পুরো প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে জানান, ১১০০ সাফাই কর্মীদের বকেয়া বর্ধিত এরিয়ার (জানুয়ারি - জুন ২০২৫) পুজোর আগে প্রদান করা হবে । যার জন্য প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয় হবে পুরসভার। এছাড়াও হাওড়া পুরসভার ১৫০০ অস্থায়ী কর্মচারীদের ৫০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেন তিনি। যার ফলে প্রতিবছর পুরসভার প্রায় এক কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাবে বলেই তিনি জানান। এই উদ্যোগ, পুরো পরিষেবাকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। আর এমন উদ্যোগে খুশি কর্মীরা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
