বাজ পড়ে চুরমার পাকা বাড়ি! তীব্র আতঙ্ক
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
কংক্রিটের বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ভাগ্যক্রমে বাড়ির কেউ আহত না হলেও, পুরো পরিবার চরম আতঙ্কে রয়েছে। বাড়ির একাধিক ইলেকট্রনিক ডিভাইস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে
![পুরুলিয়া জেলা জুড়ে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রবল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন অংশে একদিকে যেমন বাড়ছে হতাহতের সংখ্যা, তেমনই অপরদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে বহু ঘরবাড়ি ও সম্পত্তি। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।[ছবি ও তথ্য: শান্তনু দাস] পুরুলিয়া জেলা জুড়ে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রবল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন অংশে একদিকে যেমন বাড়ছে হতাহতের সংখ্যা, তেমনই অপরদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে বহু ঘরবাড়ি ও সম্পত্তি। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।[ছবি ও তথ্য: শান্তনু দাস]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5398854_picsart_250822_182119579_watermark_22082025_182534_2.jpg?impolicy=website&width=827&height=620)