বাজ পড়ে চুরমার পাকা বাড়ি! তীব্র আতঙ্ক

Last Updated:
কংক্রিটের বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ভাগ্যক্রমে বাড়ির কেউ আহত না হলেও, পুরো পরিবার চরম আতঙ্কে রয়েছে। বাড়ির একাধিক ইলেকট্রনিক ডিভাইস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে
1/6
পুরুলিয়া জেলা জুড়ে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রবল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত। এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন অংশে একদিকে যেমন বাড়ছে হতাহতের সংখ্যা, তেমনই অপরদিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে বহু ঘরবাড়ি ও সম্পত্তি। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।[ছবি ও তথ্য: শান্তনু দাস]
advertisement
2/6
পুরুলিয়ার পুঞ্চার থানার দলহা গ্রামে এবার বজ্রপাতের জেরে ভাঙল কংক্রিটের বাড়ির ছাদ, ক্ষতিগ্রস্ত হল বাড়ির একাধিক ইলেকট্রনিক ডিভাইস। ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও আতঙ্কের মধ্যে রয়েছেন বাড়ির সকলেই।[ছবি ও তথ্য: শান্তনু দাস]
advertisement
3/6
জানা গিয়েছে, এদিন বিকেলবেলা হঠাৎ করেই আকাশের গর্জনের সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বজ্রপাত হয় দলহা গ্রামের বাসিন্দা ধনঞ্জয় সেনের বাড়ির উপর। বিকট শব্দে কেঁপে উঠে পুরো বাড়ি।[ছবি ও তথ্য: শান্তনু দাস]
advertisement
4/6
তারপরেই কংক্রিটের বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় ভাগ্যক্রমে বাড়ির কেউ আহত না হলেও, পুরো পরিবার চরম আতঙ্কে রয়েছেন। ঘটনায় বাড়ির একাধিক ইলেকট্রনিক ডিভাইস পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।[ছবি ও তথ্য: শান্তনু দাস]
advertisement
5/6
এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এখন প্রাকৃতিক দুর্যোগের সময় বাড়ির ভিতরে নিরাপদ স্থানে তড়িঘড়ি করে আশ্রয় নেওয়া শুরু করেছেন। অন্যকেও একই কাজ করার পরামর্শ দিচ্ছেন।[ছবি ও তথ্য: শান্তনু দাস]
advertisement
6/6
পুরুলিয়া জেলায় এমন বজ্রপাত ও ঝড়-বৃষ্টির দাপট আগামী কয়েক দিন চলতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। ফলে জেলা প্রশাসন ও সাধারণ মানুষ উভয়েই এখন প্রস্তুতি ও সচেতনতা অবলম্বন করছে, যাতে আগামী দিনে আরও বড় বিপর্যয় এড়ানো যায়।[ছবি ও তথ্য: শান্তনু দাস]
advertisement
advertisement
advertisement