Hot and Humid Weather In West Bengal: লাগাতার না হলেও মাঝেমধ্যেই ঝেঁপে বৃষ্টি, থামলেই অস্বস্তি চরমে, কখন কখন ৪০ কিমি গতিতে হাওয়া, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Hot and Humid Weather In West Bengal: আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি! সোমবার জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি!
দিঘা: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে সোমবার জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি! চার আগস্ট সোমবার থেকেই আপাতত বৃষ্টির বিরতি দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। Photo Courtesy- Representative (Meta AI)
advertisement
সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। রোদের তাপে বাড়বে তাপমাত্রার পারদ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত সমস্যার সম্মুখীন হবে সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জুড়ে।
advertisement
বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি।আগামী দু তিন ঘন্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। তিন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। Photo- Representative (Meta AI)
advertisement
বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি।আগামী দু তিন ঘন্টায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। দুই জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। হুগলি ও ঝাড়গ্রাম জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফরের।
advertisement
advertisement
advertisement
মঙ্গলবার বজ্র-বিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে। কিছুটা বাড়বে তাপমাত্রা; সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
advertisement
advertisement
advertisement
advertisement
আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। একদিকে ঘূর্ণাবর্ত তো অন্যদিকে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। সোমবার পার্বত্য অঞ্চলের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম।পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সহ সর্বত্রই আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদের তাপে বাড়ছে তাপমাত্রার পারদ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তির ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ।
advertisement
দিঘা সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। দিঘা হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, এদিন বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের হলুদ সর্তকতা দিঘা সহ জেলা জুড়ে। Input- Saikat Shee