Heavy Rain Orange Alert: বাংলা ওপর নাছোড় নিম্নচাপ, কালো মেঘ, ঝেঁপে বৃষ্টি, ফের বইবে হু হু করে ঝোড়ো হাওয়া, রইল লেটেস্ট ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Heavy Rain Orange Alert: কমলা সতর্কতা উত্তরবঙ্গের তিনটি জেলায়! বৃষ্টিপাত জারি, উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের ওপরেই অবস্থান নিম্নচাপের৷ জোড়া ফলায় ...
মৌসুমী অক্ষরেখা এবং সুষ্পষ্ট নিম্নচাপের জোড়াফলায় ভারী বৃষ্টি বাংলায়। আগামী কয়েকদিন বৃষ্টি দক্ষিণবঙ্গে। আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে নিম্নচাপ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে৷ উত্তরপূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুষ্পষ্ট নিম্নচাপের অবস্থান। সিয়ার লাইন রয়েছে পঞ্জাব থেকে অসম পর্যন্ত। বাংলাদেশ সংলগ্ন পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। Photo- Representative (Meta AI)
advertisement
advertisement
advertisement
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। Photo- Representative (Meta AI)
advertisement
advertisement
উত্তরবঙ্গের জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের তিন জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। Photo- Representative (Meta AI)
advertisement
advertisement
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই তিনটি জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। এক বা দুটি জায়গায় ঝড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) সহ বজ্রঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং এক বা দুটি জায়গায় বজ্রপাতের সম্ভাবনা খুব বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই সময় যা করবেন, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং গাছ/বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহনে যাতায়াতের সময় সুবিচারের সাথে নিয়ন্ত্রণ করে চলুন।
ভূমিধস প্রবণ এবং জলাবদ্ধতা পূর্ণ এলাকায় চলাচল এড়িয়ে চলুন। চাষিদের ক্ষেত্রে সার এবং কীটনাশক ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। কারণ এটি ধুয়ে ফেলতে পারে।
ভূমিধস প্রবণ এবং জলাবদ্ধতা পূর্ণ এলাকায় চলাচল এড়িয়ে চলুন। চাষিদের ক্ষেত্রে সার এবং কীটনাশক ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে। কারণ এটি ধুয়ে ফেলতে পারে।