Unique Doll: টুক টুক নড়ে মাথা, পুতুল তো নয়, যেন অন্যকিছু! দাম মাত্র ৭০ টাকা

Last Updated:
বাঁকুড়ার মাথা নাড়ানো পুতুল। যে পুতুল তৈরি করে চন্দ পরিবার। পুতুলগুলি ছোট ছোট বাচ্চাদের মুগ্ধ করে। দাম মাত্র ৭০ টাকা।
1/6
টুক টুক করে নড়ছে মাথা! এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে। দেখতে খুবই মিষ্টি এবং রঙিন। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকে এই পুতুলের দিকে।
টুক টুক করে নড়ছে মাথা! এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে। দেখতে খুবই মিষ্টি এবং রঙিন। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকে এই পুতুলের দিকে।
advertisement
2/6
বাঁকুড়ায় তৈরি হচ্ছে এই পুতুল। হাতি এবং সিংহ। এই দুই পুতুলের চাহিদা বাড়ছে হুরহুর করে। পুতুলগুলিতে রয়েছে বিশেষ মৌলিকতা। পুতুল গুলি দেখতে যেমন রঙিন ঠিক তেমনই আকর্ষণীয়।
বাঁকুড়ায় তৈরি হচ্ছে এই পুতুল, হাতি এবং সিংহ। এই দুই পুতুলের চাহিদা বাড়ছে হু হু করে। পুতুলগুলিতে রয়েছে বিশেষ মৌলিকতা। পুতুলগুলি দেখতে যেমন রঙিন, ঠিক তেমনই আকর্ষণীয়।
advertisement
3/6
গোটা একটি পরিবার, চন্দ পরিবার। তৈরি করছেন নানা ধরনের হাতি এবং সিংহ। হাওয়া দিলেই নড়বে মাথা।
গোটা একটি পরিবার, চন্দ পরিবার। তৈরি করছেন নানা ধরনের হাতি এবং সিংহ। হাওয়া দিলেই নড়বে মাথা।
advertisement
4/6
কাগজ এবং পিচবোর্ড দিয়ে তৈরি দেহ এরপর হাতি এবং সিংহের মুণ্ডুটি বানানো হয় কাগজ দিয়েই। তারপর বাঁশের ছোট্ট টুকরো দিয়ে মাটি লাগিয়ে দেহের সঙ্গে মাথার ঘটে সংযোগ স্থাপন।
কাগজ এবং পিচবোর্ড দিয়ে তৈরি দেহ, এরপর হাতি এবং সিংহের মুণ্ডুটি বানানো হয় কাগজ দিয়েই। তারপর বাঁশের ছোট্ট টুকরো দিয়ে মাটি লাগিয়ে দেহের সঙ্গে মাথার ঘটে সংযোগ স্থাপন।
advertisement
5/6
কেনে বাচ্চারা। দূর থেকে দেখলে বোঝা যাবে, টুকটুক করে নড়ছে মাথা। একটু হাওয়া দিলে কিংবা ধাক্কা দিলেই মাথা নাড়ে পুতুলগুলি। পুতুল প্রস্তুত কারক তাপস চন্দ বলেন,
কেনে বাচ্চারা। দূর থেকে দেখলে বোঝা যাবে, টুকটুক করে নড়ছে মাথা। একটু হাওয়া দিলে কিংবা ধাক্কা দিলেই মাথা নাড়ে পুতুলগুলি। পুতুল প্রস্তুত কারক তাপস চন্দ বলেন, "মূলত, মাটি ভরে বাঁশের পিছনটি ভারি করা হয়, যার জন্য পুতুলগুলির মাথা নড়ে।"
advertisement
6/6
শিল্পী সরস্বতী চন্দ জানান,
শিল্পী সরস্বতী চন্দ জানান, "পয়সার অসুবিধা রয়েছে বলে এই কাজটি করছি। মাত্র ৬৯-৭০ টাকায় বিক্রি হয় পুতুলগুলি।"
advertisement
advertisement
advertisement