North 24 Parganas News: বাংলার শিল্পকে তুলে ধরতেই চলছে এই মেলা, না গেলেই মিস 

Last Updated:
রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরও শীতকালে নিউটাউনে বসেছে হস্তশিল্প মেলা।
1/6
রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরও শীতকালে নিউটাউনে বসেছে হস্তশিল্প মেলা। বাংলার কুটির শিল্পকে তুলে ধরতেই এই মেলার আয়োজন
রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের মত এবছরও শীতকালে নিউটাউনে বসেছে হস্তশিল্প মেলা। বাংলার কুটির শিল্পকে তুলে ধরতেই এই মেলার আয়োজন
advertisement
2/6
যারা হাতে তৈরি জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালবাসেন, তারা একবার হলেও ঢুঁ মারতে পারেন এই হস্তশিল্প মেলায়। গিয়ে দেখবেন কি নেই এই মেলায়!
যারা হাতে তৈরি জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে ভালবাসেন, তারা একবার হলেও ঢুঁ মারতে পারেন এই হস্তশিল্প মেলায়। গিয়ে দেখবেন কি নেই এই মেলায়!
advertisement
3/6
বাংলার প্রতিটা জেলার শিল্প তথা হাতের কাজের জিনিস বিক্রির জন্য স্থান পেয়েছে মেলা প্রাঙ্গনে। চলবে ১৭ তারিখ পর্যন্ত
বাংলার প্রতিটা জেলার শিল্প তথা হাতের কাজের জিনিস বিক্রির জন্য স্থান পেয়েছে মেলা প্রাঙ্গনে। চলবে ১৭ তারিখ পর্যন্ত
advertisement
4/6
মেলায় মিলছে রংবেরঙের ছৌয়ের মুখোশ, পটচিত্র। মেলার মাঠের অপর প্রান্তে রয়েছে ডোকরা শিল্প, অন্যদিকে বাঁশের কাজের নানা জিনিস
মেলায় মিলছে রংবেরঙের ছৌয়ের মুখোশ, পটচিত্র। মেলার মাঠের অপর প্রান্তে রয়েছে ডোকরা শিল্প, অন্যদিকে বাঁশের কাজের নানা জিনিস
advertisement
5/6
বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি সবই পাওয়া যাচ্ছে হস্তশিল্পের মেলায়, দুপুরের পর থেকেই জমছে ভিড়
বেত, কাঠের আসবাবপত্র থেকে ধনিয়াখালি, বালুচরি শাড়ি সবই পাওয়া যাচ্ছে হস্তশিল্পের মেলায়, দুপুরের পর থেকেই জমছে ভিড়
advertisement
6/6
পুরুলিয়ার ছৌ শিল্প, বর্ধমানের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মুর্শিদাবাদের সিল্ক, দার্জিলিংয়ের উলের তৈরি জামা-মাফলারের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। ব্যবসা ভালই হচ্ছে বলে জানালেন তারা
পুরুলিয়ার ছৌ শিল্প, বর্ধমানের ডোকরা, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, মুর্শিদাবাদের সিল্ক, দার্জিলিংয়ের উলের তৈরি জামা-মাফলারের সম্ভার নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। ব্যবসা ভালই হচ্ছে বলে জানালেন তারা
advertisement
advertisement
advertisement