চারিদিকে বন্যার জল, কিলবিল করছে সাপ! অসুস্থ গৃহবধূকে যে ভাবে হাসপাতালে নিয়ে গেল NDRF! দেখলে আঁতকে উঠবেন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বন্যা বিধ্বস্ত খাটালে হাহাকার, অক্সিজেন সাপোর্ট দিয়ে উদ্ধার অসুস্থ গৃহবধূ, বাড়ছে সাপের উপদ্রব।
advertisement
advertisement
শুক্রবার পর্যন্ত বৃষ্টি হলেও শনিবার সেঅর্থে বৃষ্টি হয়নি জেলা জুড়ে।বর্ষার প্রথমে বন্যা পরিস্থিতি ঘাটাল মহকুমা জুড়ে। বর্ষার শুরুতে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতেই বাড়ছে বিপদ। যেখানে সেখানে বের হচ্ছে বিষাক্ত সাপ। প্রশাসন সূত্রে খবর, একাধিক জন সাপের কামড়ে আহত হন। ভর্তি রয়েছে হাসপাতালে।
advertisement
advertisement
ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, ঘাটাল মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। জলস্রোতে তলিয়ে দুজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। বন্যার জল বিভিন্ন গর্তে প্রবেশ করায় বাড়ছে সাপের উপদ্রব বেশ কয়েকজন আহত হলেও কোনও মৃত্যুর ঘটনা নেই। বিভিন্ন জায়গায় প্রশাসনের নজরদারি চলছে।
advertisement