গভীর রাতে বিকট শব্দ, ঘুম ভেঙে চোখ খুলতেই ভয়ানক দৃশ্য! বিশ্বাস না করে ওঠার মতো ঘটনা ঘুসুড়িতে

Last Updated:
বিকট শব্দে ঘুম ভাঙতেই ভয়ানক দৃশ্য, বন্ধ সাটারের ভিতরে গন গন করছে আগুন,  ফাঁকা অংশ দিয়ে ভিতর থেকে ঠেলে বার হচ্ছে আগুনের লেলিহিন শিখা সহ কালো ধোঁয়া
1/5
বিকট শব্দে ঘুম ভাঙতেই হাহাকার! দাউ দাউ করে জ্বলছে ফ্ল্যাটের নিচের দোকান ঘর। পরপর দু'টি দোকান ঘর সম্পূর্ণ রূপে আগুনের গ্রাসে, বন্ধ সাটারের ভিতরে গন গন করছে আগুন। ফাঁকা অংশ দিয়ে ভিতর থেকে ঠেলে বার হচ্ছে আগুনের লেলিহিন শিখা সহ কালো ধোঁয়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বিকট শব্দে ঘুম ভাঙতেই হাহাকার! দাউ দাউ করে জ্বলছে ফ্ল্যাটের নিচের দোকান ঘর। পরপর দু'টি দোকান ঘর সম্পূর্ণ রূপে আগুনের গ্রাসে, বন্ধ সাটারের ভিতরে গন গন করছে আগুন। ফাঁকা অংশ দিয়ে ভিতর থেকে ঠেলে বার হচ্ছে আগুনের লেলিহিন শিখা সহ কালো ধোঁয়া। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
সম্পূর্ণ দোকান ঘর আগুনের গ্রাসে। আগুনের তীব্রতা এতটাই যে, ধারে কাছে ঘেঁষা যাচ্ছে না। ফ্ল্যাটের নিচের দোকানে গভীর রাতে এমন ঘটনার সম্মুখীন হয়ে দিশেহারা মালিক। ঘটনাটি ঘটেছে ঘুসুড়ির একটি ডিপার্টমেন্টাল স্টোরে। রাস্তার পাশে গভীর রাতে দাউ দাউ করে জ্বলছে দোকান ঘর।
সম্পূর্ণ দোকান ঘর আগুনের গ্রাসে। আগুনের তীব্রতা এতটাই যে, ধারে কাছে ঘেঁষা যাচ্ছে না। ফ্ল্যাটের নিচের দোকানে গভীর রাতে এমন ঘটনার সম্মুখীন হয়ে দিশেহারা মালিক। ঘটনাটি ঘটেছে ঘুসুড়ির একটি ডিপার্টমেন্টাল স্টোরে। রাস্তার পাশে গভীর রাতে দাউ দাউ করে জ্বলছে দোকান ঘর।
advertisement
3/5
আগুন দেখে এগিয়ে আসে স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় দমকলে, দমকল এসে পৌঁছতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে। তার আগে স্থানীয় মানুষ আগুন নিভাতে হাঁড়ি, বালতি করে কয়েকশো লিটার জল ছুঁড়েও আগুন নেভাতে চেষ্টা করে, কিন্তু বাগে আসেনি আগুন।
আগুন দেখে এগিয়ে আসে স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় দমকলে, দমকল এসে পৌঁছতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে। তার আগে স্থানীয় মানুষ আগুন নিভাতে হাঁড়ি, বালতি করে কয়েকশো লিটার জল ছুঁড়েও আগুন নেভাতে চেষ্টা করে, কিন্তু বাগে আসেনি আগুন।
advertisement
4/5
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনের নিচে আগুন লাগায় আতঙ্কে ছড়িয়ে পরে আবাসিকদের মধ্যে। বিধ্বংসী আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয় উপরের ফ্ল্যাটের এসি, ব্যালকনির কিছু অংশ। আগুনের ভয়াবহতায় আবাসনের আবাসিকদের শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, প্রাণ বাঁচাতে আবাসন ছেড়ে বেরিয়ে আসেন আবাসিকরা।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনের নিচে আগুন লাগায় আতঙ্কে ছড়িয়ে পরে আবাসিকদের মধ্যে। বিধ্বংসী আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয় উপরের ফ্ল্যাটের এসি, ব্যালকনির কিছু অংশ। আগুনের ভয়াবহতায় আবাসনের আবাসিকদের শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, প্রাণ বাঁচাতে আবাসন ছেড়ে বেরিয়ে আসেন আবাসিকরা।
advertisement
5/5
দোকানে মজুত থাকা সামগ্রীর সঙ্গে কয়েক লক্ষ টাকার কাঠের ফার্নিচার পুড়ে ছাই। আবাসনের নিচে আগুন, আগুনের ভয়াবহতা ছিল বেশ। দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে, আবার ফোনে থাকা মানুষ সুরক্ষিত থাকলেও ভস্মীভূত হয় দোকান। দোকান মালিকের অভিযোগ সময়মতো দমকল এসে পৌঁছলে, হয়ত আগুনে পোড়া থেকে কিছুটা বাঁচানো যেত‌। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
দোকানে মজুত থাকা সামগ্রীর সঙ্গে কয়েক লক্ষ টাকার কাঠের ফার্নিচার পুড়ে ছাই। আবাসনের নিচে আগুন, আগুনের ভয়াবহতা ছিল বেশ। দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে, আবার ফোনে থাকা মানুষ সুরক্ষিত থাকলেও ভস্মীভূত হয় দোকান। দোকান মালিকের অভিযোগ সময়মতো দমকল এসে পৌঁছলে, হয়ত আগুনে পোড়া থেকে কিছুটা বাঁচানো যেত‌। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement