গভীর রাতে বিকট শব্দ, ঘুম ভেঙে চোখ খুলতেই ভয়ানক দৃশ্য! বিশ্বাস না করে ওঠার মতো ঘটনা ঘুসুড়িতে
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
বিকট শব্দে ঘুম ভাঙতেই ভয়ানক দৃশ্য, বন্ধ সাটারের ভিতরে গন গন করছে আগুন, ফাঁকা অংশ দিয়ে ভিতর থেকে ঠেলে বার হচ্ছে আগুনের লেলিহিন শিখা সহ কালো ধোঁয়া
advertisement
advertisement
advertisement
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনের নিচে আগুন লাগায় আতঙ্কে ছড়িয়ে পরে আবাসিকদের মধ্যে। বিধ্বংসী আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয় উপরের ফ্ল্যাটের এসি, ব্যালকনির কিছু অংশ। আগুনের ভয়াবহতায় আবাসনের আবাসিকদের শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়, প্রাণ বাঁচাতে আবাসন ছেড়ে বেরিয়ে আসেন আবাসিকরা।
advertisement
দোকানে মজুত থাকা সামগ্রীর সঙ্গে কয়েক লক্ষ টাকার কাঠের ফার্নিচার পুড়ে ছাই। আবাসনের নিচে আগুন, আগুনের ভয়াবহতা ছিল বেশ। দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে, আবার ফোনে থাকা মানুষ সুরক্ষিত থাকলেও ভস্মীভূত হয় দোকান। দোকান মালিকের অভিযোগ সময়মতো দমকল এসে পৌঁছলে, হয়ত আগুনে পোড়া থেকে কিছুটা বাঁচানো যেত। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)









