Stone Craft: পাথরের নিখুঁত ভারতের ম্যাপ, কয়েনের সাইজে দুর্গা! যা চাইবেন সব রেডি! শুধু আসতে হবে এই গ্রামে

Last Updated:
পাথরের বিভিন্ন জিনিসপত্র, কারুকার্য এই গ্রামের বিকল্প কোথাও নেই বললেই চলে
1/6
বাঁকুড়া শুশুনিয়া পাহাড় এলাকার পাথর শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার এবং রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছেন।
বাঁকুড়া শুশুনিয়া পাহাড় এলাকার পাথর শিল্পীদের খ্যাতি বিশ্বজোড়া। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার এবং রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছেন।
advertisement
2/6
শুশুনিয়া পাহাড়ের পাথর শিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। কোনোও রকমে টিকে রয়েছে এই শিল্প। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে গেলে আজও শুনতে পাবেন পাথর কাটার আওয়াজ।
শুশুনিয়া পাহাড়ের পাথর শিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। কোন রকমে টিকে রয়েছে এই শিল্প। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে গেলে আজও শুনতে পাবেন পাথর কাটার আওয়াজ।
advertisement
3/6
কিছু শিল্পী অর্ডার পেয়ে ভিন রাজ্য থেকে পাথর এনে কাজ করছেন। কিন্তু সবার পক্ষে এত ব্যয় করে পাথর এনে কাজ করা সম্ভব নয়। কারণ সে ক্ষেত্রে শিল্প কর্মের মূল্য অনেক বেশি হয়। সাধারণ মানুষের এইসব শিল্পকর্মের ক্রয় ক্ষমতা থাকে না । তাই পাথরের সঙ্গে সঙ্গে এখানকার পাথর শিল্পীরা আর্থিক সংকটে ভুগছেন।
কিছু শিল্পী অর্ডার পেয়ে ভিন রাজ্য থেকে পাথর এনে কাজ করছেন। কিন্তু সবার পক্ষে এত ব্যয় করে পাথর এনে কাজ করা সম্ভব নয়। কারণ সে ক্ষেত্রে শিল্প কর্মের মূল্য অনেক বেশি হয়। সাধারণ মানুষের এইসব শিল্পকর্মের ক্রয় ক্ষমতা থাকে না । তাই পাথরের সঙ্গে সঙ্গে এখানকার পাথর শিল্পীরা আর্থিক সংকটে ভুগছেন।
advertisement
4/6
পাথরের তৈরি দুর্দান্ত একটি ভারতবর্ষের অবয়ব। যার মধ্যে ফুটে উঠছে ভারতের সম্পূর্ণ সংস্কৃতি বৈচিত্র্য
পাথরের তৈরি দুর্দান্ত একটি ভারতের অবয়ব। যার মধ্যে ফুটে উঠছে ভারতের সম্পূর্ণ সাংস্কৃতিক বৈচিত্র।
advertisement
5/6
কয়েনের সাইজের মা দুর্গা। অসাধারণ সুন্দর এবং সাইজে খুবই ছোট
কয়েনের সাইজের মা দুর্গা। অসাধারণ সুন্দর এবং সাইজে খুবই ছোট।
advertisement
6/6
অভিজ্ঞ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বলেন,
অভিজ্ঞ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী বলেন, "ঐতিহ্যগত এবং উত্তরাধিকার সূত্রে শুশুনিয়া গ্রামটি একাধিক পাথরের কারুশিল্পের অসংখ্য দুর্দান্ত কারিগর তৈরি করতে পেরেছে।"
advertisement
advertisement
advertisement