11kg Fish: মাছ ধরার প্রতিযোগিতায় নতুন রেকর্ড! ইকোপার্কে উঠল ১১ কেজির মাছ
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
11kg Fish: কলকাতা ইকোপার্কের ঝিলে ছুটির দিনের সকালে ভিড় জমল মাছ ধরার এক অভিনব প্রতিযোগিতাকে কেন্দ্র করে। বেঙ্গল অ্যাঙ্গলারস ফোরামের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ক্যাচ অ্যান্ড রিলিজ ফিশিং ইভেন্টে।
advertisement
advertisement
advertisement
প্রতিযোগিতায় ছিল বিশেষ নিয়মাবলি। প্রতি প্রতিযোগী ব্যবহার করেন দুটি ছিপ। মাছ ধরেই ওজন করে সঙ্গে সঙ্গে জলে ছেড়ে দেওয়া হয়। প্রতি ছিপে সর্বোচ্চ ৬টি কাঁটা ব্যবহার করার অনুমতি ছিল। কাঁটার সাইজে কোনো বাধ্যবাধকতা নেই। তবে চলতি হাতছিপের ব্যবহার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। চার-মসলা, চাতু, আটা, পাউরুটির টোপ ব্যবহার করা হয়
advertisement
advertisement
ইকোপার্কে ঘুরতে আসা সাধারণ মানুষও এমন ব্যতিক্রমী প্রতিযোগিতা দেখে মুগ্ধ হন। বিশালাকারের রুই কাতলা পাঙ্গাশ মাছ জল থেকে উঠে আবার ফুরফুরে ভঙ্গিতে ফিরে যেতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শনার্থীরা। উদ্যোক্তা অরিন্দম ঘোষ জানান, লাভের আশায় নয়, উল্টে নিজেদের পকেটের টাকা খরচ করেই এই আয়োজন। মাছ ধরার আনন্দটাই আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। যদিও পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি মাছ ধরার সামগ্রী তুলে দেওয়া হয় প্রতিযোগিদের হাতে। সব মিলিয়ে শহরের অন্যতম জনপ্রিয় বিনোদন পার্ক যেন সাক্ষী থাকল এক অনন্য পরিবেশবান্ধব ফিশিং ফেস্টের
