Smuggling: সাধুর বেশে ইনি কে! রাজপথে গাড়ির দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য! পুলিশেরও চোখ ছানাবড়া
- Published by:Shubhagata Dey
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Smuggling News: জাতীয় সড়কে চারচাকা গাড়ি আটকে পুলিশ বাজেয়াপ্ত করল প্রায় ৭২ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা, গ্রেফতার বীরভূমের যুবক।
advertisement
advertisement
advertisement
advertisement
*স্থানীয়রা জানান, গাড়িতে বেশ কয়েকজন ছিল, তাদের মধ্যে একজন সাধুরবেশেও ছিলেন। পুলিশের চোখে ধুলো দিতে মকর সংক্রান্তির সকালে এই সাধুবেশ ধারণ বলেই অনুমান স্থানীয়দের। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে গোপন সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ডিস্ট্রিক্ট এসওজি এবং দেওয়ানদিঘী পুলিশ স্টেশনের যৌথ টিমের অভিযানে তালিত রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে একটি ছোট চার চাকার গাড়ি আটক করা হয়। তল্লাশির পর এই গাড়িতে ১১ প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রতীকী ছবি।
advertisement
*সঠিক আইনানুগ পদ্ধতি বজায় রেখে, দেওয়ানদিঘী থানার পুলিশ সাইথিঁয়া, বীরভূমের নিবাসী অভিযুক্ত চালক সঞ্জয় রাহার কাছ থেকে থেকে প্রায় ৭১.৯০০ কেজি ওজনের ওই ১১ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বর্ধমান-১ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সম্পূর্ণ বাজেয়াপ্ত করার পদ্ধতিটি সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করার পদ্ধতি শুরু করা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement