নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইলেকট্রিক পোলে ধাক্কা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত বহু

Last Updated:
ভয়াবহ দুর্ঘটনার কবলে আসানসোল-কৃষ্ণনগর রুটের যাত্রিবাহী বাস। পথের বলি ১ যাত্রী।
1/6
ভয়াবহ দুর্ঘটনার কবলে আসানসোল-কৃষ্ণনগর রুটের যাত্রীবাহী বাস।আহত ৩৫ জন,মৃত ১।দেওয়ানদিঘি থানার ভাণ্ডারডিহি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে বাসটি। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
<strong>পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ</strong> ভয়াবহ দুর্ঘটনার কবলে আসানসোল-কৃষ্ণনগর রুটের যাত্রিবাহী বাস। মারা গিয়েছেন ১ জন যাত্রী। আহত ৩৫ জন। সোমবার দেওয়ানদিঘি থানার ভাণ্ডারডিহি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
advertisement
2/6
ঘটনাস্থলে দেওয়ানদিঘি থানার পুলিশ।আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
3/6
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আসানশোল - কৃষ্ণনগর রুটের বাসটি বর্ধমান নবদ্বীপ রোড ধরে যাওয়ার সময় ভাণ্ডারডিহির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে রাস্তার ধারে কার্লভাটে ধাক্কা মেরে উল্টে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল-কৃষ্ণনগর রুটের ওই বাসটি বর্ধমান নবদ্বীপ রোড ধরে যাওয়ার সময় ভাণ্ডারডিহির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে কার্লভাটে ধাক্কা মেরে উল্টে যায়। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
4/6
স্থানীয় ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন হাসপাতাল ও পরে ২৯ জনকে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।তার মধ্যে একজনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক।বাকী আহতরা কুড়মুন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ এসে আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন হাসপাতাল ও পরে ২৯ জনকে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। বাকি আহতরা কুড়মুন হাসপাতালে চিকিৎসাধীন। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
5/6
আহতদের অভিযোগ,দ্রুতগতিতে বাস চালানোর জন্যই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমান ১ এর বিডিও রজনীশ কুমার যাদব জানান,দ্রুত গতিতে যাবার জন্য বাসটি দু্র্ঘটনার কবলে পড়েছে কিনা জানার জন্য আমরা আরটিও-কে জানিয়েছি।
আহতদের অভিযোগ, দ্রুত গতিতে বাস চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।বর্ধমান ১ এর বিডিও রজনীশ কুমার যাদব জানান, 'দ্রুত গতিতে যাবার জন্য বাসটি দু্র্ঘটনার কবলে পড়েছে কিনা জানার জন্য আমরা আরটিও-কে জানিয়েছি'। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
6/6
তবে কি কারনে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। (চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)
তবে কী কারনে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement