Durga Puja Travel 2023: জটার দেউল! কলকাতার খুব কাছে! পুজোয় ঘুরে আসুন এই মন্দির!

Last Updated:
Durga Puja Travel 2023: এবার পুজোয় ঘুরে আসুন ঐতিহাসিক জটার দেউলে।
1/6
পুজোর ছুটিতে ঘুরে আসুন ঐতিহাসিক জটার দেউল। এটি জগমোহন বিশিষ্ট রেক দেউল। ১৮৬৮ খ্রিস্টাব্দে জঙ্গলের মধ্য থেকে আবিষ্কৃত হয় এই দেউল।
পুজোর ছুটিতে ঘুরে আসুন ঐতিহাসিক জটার দেউল। এটি জগমোহন বিশিষ্ট রেক দেউল। ১৮৬৮ খ্রিস্টাব্দে জঙ্গলের মধ্য থেকে আবিষ্কৃত হয় এই দেউল।
advertisement
2/6
দ্বাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরের সংস্কার করেন রাজা লহর চন্দ্র। তিনি ছিলেন শৈব। ফলে মন্দিরে শুরু হয় শিবপুজা।
দ্বাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরের সংস্কার করেন রাজা লহর চন্দ্র। তিনি ছিলেন শৈব। ফলে মন্দিরে শুরু হয় শিবপুজা।
advertisement
3/6
২০১১ সালে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের তরফে মন্দির চত্বরে শুরু হয় খননকাজ। এখন মন্দির ও মন্দির চত্বর ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের অধীনে। এই মন্দির দেখতে আসেন বহু পর্যটক।
২০১১ সালে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের তরফে মন্দির চত্বরে শুরু হয় খননকাজ। এখন মন্দির ও মন্দির চত্বর ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের অধীনে। এই মন্দির দেখতে আসেন বহু পর্যটক।
advertisement
4/6
সারা বছর এই মন্দিরে পর্যটকদের আনোগোনা লেগেই থাকে। তবে পুজোয় সেই সংখ্যা বাড়ে। রায়দিঘীর মণি নদী পেরিয়ে আরও ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির।
সারা বছর এই মন্দিরে পর্যটকদের আনোগোনা লেগেই থাকে। তবে পুজোয় সেই সংখ্যা বাড়ে। রায়দিঘীর মণি নদী পেরিয়ে আরও ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির।
advertisement
5/6
এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কীভাবে তৈরি করা হয় তা নিয়ে বিতর্ক তৈরি হয় ইতিহাসবিদ ও প্রত্নত্বাত্বিকদের মধ‍্যে।
এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কীভাবে তৈরি করা হয় তা নিয়ে বিতর্ক তৈরি হয় ইতিহাসবিদ ও প্রত্নত্বাত্বিকদের মধ‍্যে।
advertisement
6/6
তবে বিতর্ক যাই থাক সুন্দরবনের হাজার বছরের ঐতিহ্য বহণকারী এই দেউল আজও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। সেজন্য এবার পুজোয় আপনিও ঘুরে আসুন এই মন্দিরে।
তবে বিতর্ক যাই থাক সুন্দরবনের হাজার বছরের ঐতিহ্য বহণকারী এই দেউল আজও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। সেজন্য এবার পুজোয় আপনিও ঘুরে আসুন এই মন্দিরে।
advertisement
advertisement
advertisement