Durga Puja In Barrackpore: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দারুণ সব দুর্গাপুজো, এখনও দেখেননি, যাবেন নাকি, রইল ফটো
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: শিল্পাঞ্চল হলেও শারদোৎসবে কলকাতাকে টক্কর দিচ্ছে ব্যারাকপুর মহকুমা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শিল্পাঞ্চল হিসেবে পরিচিত হলেও দুর্গোৎসবের রঙে এবারে কলকাতাকে টক্কর দিচ্ছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমা। এই মহকুমার বিভিন্ন প্রান্তে থিম সহ নানা ধরনের দুর্গা পুজোর মণ্ডপে প্রতিদিনই উপচে পড়ছে হাজার হাজার মানুষের ভিড়। অষ্টমীতেও শাড়ি পাঞ্জাবিতে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে একাধিক প্যান্ডেলে। চলেছে বিশেষ পুজো ও অঞ্জলি পর্ব
advertisement
এরমধ্যে যে পুজো গুলো বিশেষ নজর কেড়েছে তার মধ্যে, বরাহনগরের অন্যতম আকর্ষণ নেতাজি কলোনি লো ল্যান্ড সার্বজনীন দুর্গোৎসব। ৩৬ বছরে পদার্পণ করা এই পূজোর এবারের থিম “বাংলার মুখ”। বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলাকে — পটচিত্র, পোড়ামাটি, টেরাকোটা, মাদুর, বাঁশ ও বেত শিল্প — মণ্ডপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও ইছাপুর আনন্দমঠ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৭৫ তম বর্ষে “আশার প্রদীপ” থিমে মণ্ডপ সাজিয়েছে। প্রায় ১০ হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়েছে গোটা মণ্ডপ। মহকুমার একাধিক জায়গায় এভাবে অভিনব ভাবনায় মণ্ডপসজ্জা হওয়ায় পূজোপ্রেমীদের ঢল নামছে প্রতিদিন। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের তরফ থেকেও চলছে কড়া নজরদারি, যাতে প্রত্যেক দর্শনার্থী নির্বিঘ্নে দুর্গাদর্শন করতে পারেন