Durga Puja 2024: বয়ে আনে আগমনী বার্তা, কিন্তু ঠাঁই হয় না দেবীর চরণে! কেন কাশফুলে পুজো হয় না জানেন?

Last Updated:
Durga Puja 2024:কাশফুল কোনওভাবেই ব্যবহার করা হয় না। কারণ কাশফুল আদতে পুজোর যোগ্য কোনও ফুলই নয়।
1/5
কাশফুলের দেখা পেলেই বাঙালির মন আনন্দে নেচে ওঠে। কাশফুল বয়ে আনে আগমনীর বার্তা। দুর্গাপুজোর সঙ্গে যেন ওতঃপ্রোতভাবে জড়িত এই কাশফুল।
কাশফুলের দেখা পেলেই বাঙালির মন আনন্দে নেচে ওঠে। কাশফুল বয়ে আনে আগমনীর বার্তা। দুর্গাপুজোর সঙ্গে যেন ওতঃপ্রোতভাবে জড়িত এই কাশফুল।
advertisement
2/5
কিন্তু জানেন কি দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকলেও এই কাশফুলের ঠাঁই হয় না দেবীর চরণে। দেখতে অতি সুন্দর হলেও কাশফুলে হয় না দেবীর পুজো। কারন জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।
কিন্তু জানেন কি দুর্গাপুজোর সঙ্গে জড়িত থাকলেও এই কাশফুলের ঠাঁই হয় না দেবীর চরণে। দেখতে অতি সুন্দর হলেও কাশফুলে হয় না দেবীর পুজো। কারন জানিয়েছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/5
তিনি বলছেন, দেবীর পুজোর জন্য বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয়। যার মধ্যে পদ্মফুল, শিউলি ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাশফুল কোনওভাবেই ব্যবহার করা হয় না। কারণ কাশফুল আদতে পুজোর যোগ্য কোনও ফুলই নয়।
তিনি বলছেন, দেবীর পুজোর জন্য বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করা হয়। যার মধ্যে পদ্মফুল, শিউলি ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাশফুল কোনওভাবেই ব্যবহার করা হয় না। কারণ কাশফুল আদতে পুজোর যোগ্য কোনও ফুলই নয়।
advertisement
4/5
ধীমানবাবু বলছেন, কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। কিন্তু যে কোনও দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় ফুলের। ঘাস হিসেবে শুধুমাত্র দূর্বার ব্যবহার দেখা যায়। তাছাড়াও আমপল্লব, বেলপাতা, তুলসী পাতা ব্যবহার করা হয়।
ধীমানবাবু বলছেন, কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। কিন্তু যে কোনও দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয় ফুলের। ঘাস হিসেবে শুধুমাত্র দূর্বার ব্যবহার দেখা যায়। তাছাড়াও আমপল্লব, বেলপাতা, তুলসী পাতা ব্যবহার করা হয়।
advertisement
5/5
মন্ডপসজ্জার কাজে কাশফুলের ব্যবহার দেখা যায়। এই ফুল আগমনীর বার্তা বয়ে আনে। কিন্তু কাশফুল আসলে এক ধরনের ঘাস হওয়ার কারণে তা দিয়ে দেবীর পুজো হয় না।
মন্ডপসজ্জার কাজে কাশফুলের ব্যবহার দেখা যায়। এই ফুল আগমনীর বার্তা বয়ে আনে। কিন্তু কাশফুল আসলে এক ধরনের ঘাস হওয়ার কারণে তা দিয়ে দেবীর পুজো হয় না।
advertisement
advertisement
advertisement