South 24 Parganas News: জালে পড়ছে ১৮ কেজির মাছ, আপনিও কি মাছ ধরতে ভালবাসেন? ছুটির দিনে অবশ্যই ঢুঁ মারুন রায়দিঘিতে

Last Updated:
South 24 Parganas News: রায়দিঘির দিঘিতে আবার শুরু হল মাছধরা। এখান থেকে বড় মাছ ধরতে পারবেন আপনিও‌। পাস কেটে এই মাছ ধরা যাচ্ছে।
1/6
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনার, নবাব মল্লিক: রায়দিঘির দিঘিতে আবার শুরু হল মাছধরা। এখান থেকে বড় মাছ ধরতে পারবেন আপনিও‌। পাস কেটে এই মাছ ধরা যাচ্ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: রায়দিঘির দিঘিতে আবার শুরু হল মাছধরা। এখান থেকে বড় মাছ ধরতে পারবেন আপনিও‌। পাস কেটে এই মাছ ধরা যাচ্ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
সম্প্রতি এই পাশ কেটে একজন ১৮ কেজি ওজনের ভেটকি মাছ পেয়েছেন। তারপর থেকে আবারও অনেকেই এই মাছ ধরতে আসছেন। আপনিও আসতে পারেন এখানেই।
সম্প্রতি এই পাশ কেটে একজন ১৮ কেজি ওজনের ভেটকি মাছ পেয়েছেন। তারপর থেকে আবারও অনেকেই এই মাছ ধরতে আসছেন। আপনিও আসতে পারেন এখানেই।
advertisement
3/6
এমনিতেই দিঘির সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। সারাদিন সময় কেটে যাবে এখানে। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘি এখন জলে পরিপূর্ণ।
এমনিতেই দিঘির সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। সারাদিন সময় কেটে যাবে এখানে। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘি এখন জলে পরিপূর্ণ।
advertisement
4/6
প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে মাছ ধরার সুযোগ দিচ্ছে ব্লক প্রশাসন।গতবছর সেপ্টেম্বরের প্রথম থেকে দিঘি মাছ ধরার জন্য খুলে দেওয়া হলেও। এবছর অগাস্ট থেকেই মাছ ধরার জন্য অনুমতি মিলছে।
প্রতি বৃহস্পতিবার ও রবিবার এখানে মাছ ধরার সুযোগ দিচ্ছে ব্লক প্রশাসন। গতবছর সেপ্টেম্বরের প্রথম থেকে দিঘি মাছ ধরার জন্য খুলে দেওয়া হলেও। এবছর অগাস্ট থেকেই মাছ ধরার জন্য অনুমতি মিলছে।
advertisement
5/6
অনলাইন বা অফলাইনে পাস নিয়ে যেতে হবে মাছ ধরতে‌। বর্তমানে মাছ ধরতে জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য শিকারিরা আসছেন।
অনলাইন বা অফলাইনে পাস নিয়ে যেতে হবে মাছ ধরতে‌। বর্তমানে মাছ ধরতে জয়নগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য শিকারিরা আসছেন।
advertisement
6/6
তিন হাজার টাকা দিয়ে পাস নিতে হবে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মাছ পড়বে সেগুলি আপনার। এরকম ৩০ টি পাস নেওয়া যাবে। সারাদিন মনের আনন্দে মাছ ধরতে পারবেন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
তিন হাজার টাকা দিয়ে পাস নিতে হবে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা মাছ পড়বে সেগুলি আপনার। এরকম ৩০ টি পাস নেওয়া যাবে। সারাদিন মনের আনন্দে মাছ ধরতে পারবেন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
advertisement
advertisement