World Bee Day: মৌমাছিদের মোট কটা প্রজাতি আছে জানেন কি? বলুন তো কেন পালিত হয় এই 'বি-ডে', রয়েছে চমকপ্রদ কাহিনি

Last Updated:
World Bee Day: সুন্দরবনে পাওয়া এপিস ডরসেটা মৌমাছি বড় আকৃতির। তারা কিছুটা আগ্রাসী। এরা প্রচুর পরিমাণে মধু দেয়। আর একটি ছোট প্রজাতির মৌমাছি রয়েছে।
1/6
জানেন কি, মৌমাছিদের জন্য রয়েছে একটি বিশেষ দিন। বিশ্বজুড়ে সেই দিনটিকে পালন করা হয় মৌমাছি দিবস হিসাবে।
জানেন কি, মৌমাছিদের জন্য রয়েছে একটি বিশেষ দিন। বিশ্বজুড়ে সেই দিনটিকে পালন করা হয় মৌমাছি দিবস হিসাবে।
advertisement
2/6
২০১৭ সালে জাতিসংঘের সদস্য দেশগুলি দ্বারা অনুমোদিত হয়েছিল এই দিনটি। ২০১৮ সাল থেকে জাতিসংঘ এই দিনটি উৎসর্গ করেছে মৌমাছিদের জন্য।
২০১৭ সালে জাতিসংঘের সদস্য দেশগুলি দ্বারা অনুমোদিত হয়েছিল এই দিনটি। ২০১৮ সাল থেকে জাতিসংঘ এই দিনটি উৎসর্গ করেছে মৌমাছিদের জন্য।
advertisement
3/6
মৌমাছি দেখতে খুব সুন্দর হলেও, এর কামড়ে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এদের কাজ ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করা।
মৌমাছি দেখতে খুব সুন্দর হলেও, এর কামড়ে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এদের কাজ ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করা।
advertisement
4/6
২০ মে হল বিশ্ব মৌমাছি দিবস। মৌমাছি-সহ অন্য যেসব পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখে, তাদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পালিত হয় এই দিন।
২০ মে হল বিশ্ব মৌমাছি দিবস। মৌমাছি-সহ অন্য যেসব পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখে, তাদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পালিত হয় এই দিন।
advertisement
5/6
পৃথিবীতে ৯টি স্বীকৃত গোত্রের অধীনে প্রায় ২০ হাজার মৌমাছির প্রজাতি আছে। সুন্দরবনেও আছে দুই প্রজাতির মৌমাছি।
পৃথিবীতে ৯টি স্বীকৃত গোত্রের অধীনে প্রায় ২০ হাজার মৌমাছির প্রজাতি আছে। সুন্দরবনেও আছে দুই প্রজাতির মৌমাছি।
advertisement
6/6
সুন্দরবনে পাওয়া এপিস ডরসেটা মৌমাছি বড় আকৃতির। তারা কিছুটা আগ্রাসী। এরা প্রচুর পরিমাণে মধু দেয়। আর একটি ছোট প্রজাতির মৌমাছি রয়েছে।
সুন্দরবনে পাওয়া এপিস ডরসেটা মৌমাছি বড় আকৃতির। তারা কিছুটা আগ্রাসী। এরা প্রচুর পরিমাণে মধু দেয়। আর একটি ছোট প্রজাতির মৌমাছি রয়েছে।
advertisement
advertisement
advertisement