পর্যটকদের জন্য সুখবর! পাঁশকুড়া-দিঘা স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল, জানুন সময়সূচি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Special Local Train: দিঘায় পর্যটকের ভিড় বাড়ায় পাঁশকুড়া–দিঘা স্পেশাল লোকাল ট্রেনের মেয়াদ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রেল। ট্রেন ছাড়ার সময় ও স্টেশনগুলি জেনে নিন।
শীতের আগমনী সুর শুরু হতেই দিঘায় ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন বহু পর্যট। আর ঠিক সেই সময় রেল যাত্রীদের জন্য এল বড় সুখবর। ফের বাড়ানো হয়েছে দিঘাগামী স্পেশাল লোকাল ট্রেনের সময়সীমা। দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের সময় থেকেই রেল কর্তৃপক্ষ পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশাল লোকাল ট্রেন চালু করেছিল। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় পর্যটক সংখ্যা বেড়েছে।
advertisement
দিঘায় বাড়তি পর্যটকের কথা মাথায় রেখে, রেল কর্তৃপক্ষ আবারও দুটি স্পেশাল ট্রেন মেয়াদ বৃদ্ধি করেছে। ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া–দিঘা–পাঁশকুড়া স্পেশাল লোকাল ১৫ই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পর্যটক ও স্থানীয় মানুষের সুবিধার্থেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।
advertisement
পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সময়সীমা বৃদ্ধির দাবি জানানো হয়েছিল। তাঁরা রেল দফতরে লিখিত আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনের সম্পাদক সরোজকুমার ঘড়া জানান, তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় যাত্রীরা স্বস্তি পেয়েছেন।
advertisement
সরোজবাবুর কথায়, দিঘায় বর্তমানে পর্যটকের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। শুধু সপ্তাহান্ত নয়, জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় প্রতিদিনই পর্যটকের ভিড় থাকে এখন। দিঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনের সময় সময় বাড়ান দরকার ছিল। সেই সঙ্গে তিনি দিঘা–পাঁশকুড়া রুট ছাড়াও হাওড়া পর্যন্ত লোকাল চালানোর দাবি পুনরায় জানান, যাতে পূর্ব মেদিনীপুর ও পার্শ্ববর্তী এলাকার যাতায়াত আরও সহজ হয়।
advertisement
০৮১১৭ আপ ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া থেকে ছাড়ে এবং সকাল ৯টা ২০ মিনিটে দিঘায় পৌঁছে যায়। ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে দিঘা থেকে যাত্রা শুরু করে এবং সকাল ১১টা ৫০ মিনিটে পাঁশকুড়ায় পৌঁছয়। যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথি, রামনগর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামে এই দুটি ট্রেন।
advertisement
শীত পড়তেই দিঘায় পর্যটকদের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় । ডিসেম্বর মাসে তো ভিড় আরও তুঙ্গে ওঠে। তাই এই দুটি স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি নিঃসন্দেহে পর্যটকদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও হোটেল মালিকদের কাছেও স্বস্তির। যাত্রী চলাচল বাড়লে দিঘার পর্যটন অর্থনীতিও আরও চাঙ্গা হবে বলে আশা করছেন দিঘার ব্যবসায়ী মহল।
