Digha: দিঘার সৈকতে ভেসে উঠল ওটা কী? ঠিক যেন 'দৈত্য'... হাড়হিম পর্যটকদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: ওল্ড দিঘা সৈকতের চারপাশে শুধুই কোলাহল ও আনন্দের পরিবেশ। ঠিক সেই সময় আচমকা চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। ঢেউয়ের সঙ্গে ভেসে এলো একটি মৃত কচ্ছপ।
রবিবার ছুটির দিনে দিঘার সমুদ্র শহর পর্যটকে ভরা। সকাল থেকে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। ওল্ড দিঘা সৈকতের চারপাশে তখন শুধুই কোলাহল ও আনন্দের পরিবেশ। ঠিক সেই সময় আচমকা চোখে পড়ল এক অস্বাভাবিক দৃশ্য। ঢেউয়ের সঙ্গে ভেসে এলো একটি মৃত কচ্ছপ। মুহূর্তের মধ্যেই চারদিকে কৌতূহল ছড়িয়ে পড়ে। অনেকে মোবাইলে ছবি তুলতে থাকেন, কেউ আবার আতঙ্কিত হন। কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত খবর পাঠান বনদফতরে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হয় বনদফতরেরর কর্মীরা। সৈকতে ভেসে আসা মৃত কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বনদপ্তর সূত্রে জানা যায়, কচ্ছপটির ওজন প্রায় ৪০ কেজি। এটি অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ। সাধারণত এই প্রজাতির কচ্ছপ গভীর সমুদ্রে বিচরণ করে। তবে প্রজননের সময় এরা উপকূলের দিকে আসে। তখনই প্রায়শই বিপদে পড়ে। দিঘার ভিড়ের মধ্যেই এমন বিরল দৃশ্য দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন।
advertisement
অলিভ রিডলে কচ্ছপ সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য এক গুরুত্বপূর্ণ প্রজাতি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম। এরা মূলত গভীর সমুদ্রে বিচরণ করে। বছরে একটি নির্দিষ্ট সময় তীরে আসে ডিম পাড়তে। সেই সময় জেলে, ট্রলার বা অন্যান্য মানবিক কর্মকাণ্ডের কারণে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। একসময় এই প্রজাতির সংখ্যা যথেষ্ট ছিল, কিন্তু এখন তা ক্রমশ হ্রাস পাচ্ছে। জীববিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমানে বিশ্বজুড়ে এদের অস্তিত্ব টিকে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
advertisement
advertisement
কন্টাই ফরেস্ট রেঞ্জার অফিসার অতুলপ্রসাদ দে বলেন, “আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং কচ্ছপটিকে উদ্ধার করি। সমুদ্রের এই বিশেষ প্রজাতিকে রক্ষা করা আজ খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রজননের সময় এগুলি তীরে আসে, তখন বিশেষ সাবধানতা নেওয়া প্রয়োজন। সচেতন না হলে এই প্রজাতি আরও দ্রুত হ্রাস পাবে। মানুষের সামান্য সচেতনতা অনেক প্রাণ বাঁচাতে পারে। তাই আমাদের প্রত্যেকের উচিত পরিবেশ ও এই সামুদ্রিক প্রাণীদের সুরক্ষার দায়িত্ব নেওয়া।”
advertisement
জীববৈচিত্র বিশেষজ্ঞ ও এগরা কলেজের অধ্যাপক ড. সুদীপ্ত ঘোড়াই বলেন, “অলিভ রিডলে কচ্ছপ বর্তমানে সংখ্যায় অনেকটাই কমে গেছে। এই প্রজাতিকে রক্ষা করা এখন সময়ের দাবি। যদি কখনও জালে আটকে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে সেটিকে মুক্ত করে দেওয়া জরুরি। এই কচ্ছপগুলি সাধারণত মাঝ সমুদ্রে থাকে, শুধুমাত্র ডিম পাড়ার সময় তীরবর্তী অঞ্চলে আসে। তাই সকলকে একসঙ্গে উদ্যোগী হতে হবে। না হলে এই বিশেষ সামুদ্রিক প্রজাতি বিলুপ্তির মুখে চলে যেতে পারে।” (তথ্য ও ছবি : মদন মাইতি)