দিঘায় হঠাৎ কী হল...? বিরাট উলটপুরাণ! কাতারে কাতারে ছুটছে মানুষ! বাঙালি পর্যটকদের নয়নের 'মণি' কে? বেরিয়ে এল 'আসল' সত্যি!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha News: দিঘায় উলটপুরাণ! কাতারে কাতারে ছুটছে মানুষ! সবাই হঠাৎ কেন ভিড় করছেন নিউ দিঘায়? দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। ফাঁস হল বিরাট কারণ!
সম্প্রতি পর্যটকদের কাছে ওল্ড দিঘার চেয়ে নিউ দিঘার জনপ্রিয়তা অনেক বেড়েছে। ভ্রমণপ্রেমীরা এখন আর শুধু পুরোনো সমুদ্রস্নানের অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকতে চান না। তারা চাইছেন সুন্দর পরিবেশ, সঠিক পরিকল্পনা ও আধুনিক সুযোগ-সুবিধা। সেই কারণে নিউ দিঘার দিকে ঝুঁকছেন বেশিরভাগ পর্যটক। অনেকেই মনে করেন, একদিকে সমুদ্রস্নান আবার অন্যদিকে ভগবান জগন্নাথের দর্শন, এই দুইয়ের সমন্বয় নিউ দিঘাকে অন্য মাত্রা দিয়েছে। (তথ্য ও ছবি: মদন মাইতি)
advertisement
নিউ দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে। অনেক ভক্তই সমুদ্র ভ্রমণের পাশাপাশি মন্দির দর্শন করতে চান। আগে যাঁরা শুধু পুরীর দিকে যেতেন, তারাও এখন নিউ দিঘা বেছে নিচ্ছেন। কারণ এখানে এসে একসঙ্গে সমুদ্রস্নান ও জগন্নাথ দর্শনের সুযোগ পাওয়া যায়। বিশেষ করে পরিবারের সঙ্গে ঘুরতে আসা মানুষদের কাছে নিউ দিঘা এখন সবচেয়ে উপযুক্ত গন্তব্য হয়ে উঠছে।
advertisement
ওল্ড দিঘার তুলনায় নিউ দিঘাকে অনেক বেশি সাজান-গোছান হয়েছে। সৈকত সংলগ্ন এলাকাগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে যাতে পর্যটকরা বিনা সমস্যায় সময় কাটাতে পারেন। রাস্তা, লাইটিং, বসার জায়গা ও পরিচ্ছন্নতা সবদিক থেকেই নিউ দিঘা পর্যটকদের মন জয় করছে। সৈকতকে ঘিরে তৈরি করা হয়েছে নানা রকম আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থাও। এই সবকিছুই নিউ দিঘাকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
advertisement
নিউ দিঘার হোটেলগুলোও পর্যটকদের মন কেড়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসহ সৌন্দর্যপূর্ণ ডিজাইনের হোটেল এখানে তৈরি হয়েছে। পরিবারের জন্য সুইমিং পুল, সঠিক পার্কিং ব্যবস্থা, লিফট, বড় কনফারেন্স হলসহ নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। অনেক হোটেলে সমুদ্রের দিক মুখ করে বারান্দা রয়েছে, যা ভ্রমণকারীদের কাছে বাড়তি আনন্দের কারণ। অপরদিকে ওল্ড দিঘার হোটেলগুলিতে এসব সুবিধার যথেষ্ট অভাব দেখা যায়।
advertisement
স্থানীয় হোটেল ব্যবসায়ীরা মনে করেন, ওল্ড দিঘার জনপ্রিয়তা কমার অন্যতম কারণ পরিকল্পনার অভাব। স্নানের ঘাটগুলির বেহাল দশা, কোথাও চেঞ্জিং রুম নেই, কোথাও আবার পরিচ্ছন্নতার অভাব। পার্কিং সমস্যাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে পর্যটকরা ওল্ড দিঘার পরিবর্তে নিউ দিঘার দিকে বেশি ঝুঁকছেন। ব্যবসায়ীরা বলছেন, সরকারের তরফে সঠিক উদ্যোগ নিলে ওল্ড দিঘাও আবার পর্যটকদের প্রিয় হয়ে উঠতে পারে।
advertisement
ওল্ড দিঘার এক হোটেল ব্যবসায়ী দেবব্রত দাস জানিয়েছেন, “আমরা চাই সরকার আবার পুরোনো দিঘাকে নতুনভাবে সাজিয়ে তুলুক। না হলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে।” এক পর্যটকের কথায়, “নিউ দিঘায় আসলে একসঙ্গে সবকিছু পাওয়া যায়। সমুদ্রস্নান, মন্দির দর্শন, সুন্দর হোটেল, আর গাড়ি রাখার সুবিধা। তাই এখন আমরা ওল্ড দিঘার চেয়ে নিউ দিঘাকেই বেশি পছন্দ করি।”